শুক্রবার, মে ৩, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

জোরপূর্বক নিয়ন্ত্রণকে অপরাধ গণ্য করতে প্রস্তুত সরকার

- Advertisement -
জোরপূর্বক নিয়ন্ত্রণের মতো আচরণকে অপরাধ হিসেবে গণ্য করতে প্রস্তুত কানাডার ফেডারেল সরকার। সলিঙ্গভিত্তিক সহিংসতাকে মহামারি আখ্যায়িত করে নতুন এক চিঠিতে এমনটাই বলেছেন কানাডার বিচারমন্ত্রী

জোরপূর্বক নিয়ন্ত্রণের মতো আচরণকে অপরাধ হিসেবে গণ্য করতে প্রস্তুত কানাডার ফেডারেল সরকার। সলিঙ্গভিত্তিক সহিংসতাকে মহামারি আখ্যায়িত করে নতুন এক চিঠিতে এমনটাই বলেছেন কানাডার বিচারমন্ত্রী। লিঙ্গভিত্তিক এই সহিংসতা অবশ্যই থামাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

২০১৫ সালে অটোয়ার প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে গ্রামীণ রেনফ্রিউ কাউন্টি এরিয়ায় তিন নারীকে হত্যার তদন্তে উঠে আসা একাধিক সুপারিশের ব্যাপারে ফেডারেল সরকারের প্রতিক্রিয়ায় এই রূপরেখার কথা উল্লেখ করেন আরিফ ভিরানি অন্টারিওর চিফ করোনারের কাছে লেখা চিঠিতে।

- Advertisement -

বাসিল বরুতস্কি নামে এক ব্যক্তি ক্যারল কালেটন, নাথঅলি ওয়ার্মারড্যাম এবং আনাস্তাসিয়া কুজিককে ওই বছরের সেপ্টেম্বরে হত্যা করেন। বরুতস্কির নারীদের বিরুদ্ধে সহিংস আচরণের ইতিহাস ছিল। এই তিনজনের সঙ্গেই হত্যার আগে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। আর হত্যাকা-ের এক বছর আগে কারাগার থেকে মুক্তিও পেয়েছিলেন তিনি।

এক বছর আগে করোনারের তরফ থেকে এই হত্যাকা-ের তদন্তে শোনা যায়, এই তিন নারীর মধ্যে অন্তত একজন বরুতস্কি ছাড়া পাওয়ার পর তিনি কোথায় আছেন তা জানার চেষ্টা করেন। এ ছাড়া কারাগারে থাকার সময় বরুতস্কিকে বিপজ্জনক অপরাধী হিসেবে দেখা হতো।
তদন্তে একই অপরাধের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন স্তরের সরকারের উদ্দেশে ৮০টির বেশি সুপারিশ করা হয়। একটি সুপারিশে ক্রিমিনাল কোডে নতুন অপরাধ অন্তর্ভুক্তির জন্য অটোয়ার প্রতি আহ্বান জানানো হয়।

২০২১ সালে সংসদীয় কমিটির এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের করা এক প্রতিশ্রুতির বিষয়ে উল্লেখ করা হয়েছে ভিরানির চিঠিতে। সংসদীয় কমিটির ওই প্রতিবেদনে নিয়ন্ত্রণমূলক আচরণকে অপরাধ হিসেবে গণ্য করার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল। তাতে বলা হয়, লিবারেলরা এটা করার ব্যাপারে প্রস্তুত রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.