শনিবার, মে ১৮, ২০২৪
18.7 C
Toronto

Latest Posts

ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা তদন্ত করছে নোভা স্কশিয়া

- Advertisement -
সফটওয়্যার কোম্পানি মোভেলটির প্রোডাক্ট সাইবার হামলার শিকার হওয়ার ঘটনায় কী ধরনের তথ্য চুরি হয়েছে অথবা নোভা স্কশিয়ার কত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো নির্ধারণ করতে পারেনি প্রদেশটি। সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সলিউশন্স মন্ত্রী কল্টন লাব্লাঙ্ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন

তৃতীয় পক্ষের ফাইল ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নোভা স্কশিয়া সরকার। তবে সফটওয়্যার কোম্পানি মোভেলটির প্রোডাক্ট সাইবার হামলার শিকার হওয়ার ঘটনায় কী ধরনের তথ্য চুরি হয়েছে অথবা নোভা স্কশিয়ার কত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো নির্ধারণ করতে পারেনি প্রদেশটি। সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সলিউশন্স মন্ত্রী কল্টন লাব্লাঙ্ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কী ধরনের তথ্য চুরি হয়েছে এবং এগুলো কাদের ছিল তা চিহ্নিত করতে কর্মীরা এখন সব ফাইল ম্যানুয়াল পদ্ধতিতে খতিয়ে দেখছেন। কাজটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে বলা সম্ভব নয়, নোভা স্কশিয়ার কত সংখ্যক মানুষ তথ্য চুরির শিকার হয়েছেন।

- Advertisement -

মোভেল্ট সফটওয়্যারটি তৈরি করেছে বার্লিংটন। ম্যাসাচুসেটসভিত্তিক কোম্পানি ইপসুইচ সংস্থাগুলোকে কর্মী, বিভাগ ও গ্রাহকদের মধ্যে ফাইল স্থানান্তরের সুযোগ দিয়ে থাকে। ইপসুইচের মূল কোম্পানি প্রোগ্রেস সফটওয়্যার এর সফটওয়্যারের নাজুকতার কথা সপ্তাহখানেক আগেই নিশ্চিত করেছিল। তারা বলেছিল, এই সমস্যার কারণে কিছু ব্যবহারকারীর সিস্টেম ও ফাইলে সাইবার হামলাকারীরা প্রবেশ করতে পারে।

কিন্তু কোম্পানিটি তাদের সিস্টেমের এই নাজুকতার বিষয়টি প্রদেশকে অবহিত করে বৃহস্পতিবার। এমনটাই জানান লাব্লাঙ্ক। এরপর প্রদেশ সেবাটি বন্ধ করে দেয় এবং নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করে। শুক্রবার সেবাটি আবার চালু করা হয় এবং আরও তদন্তের কথা বলা হয়। এরপর শনিবার সন্ধ্যায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ডাকা হয়।
লাব্লাঙ্ক বলেন, ব্যক্তিগত তথ্য যে চুরি গেছে তদন্ত প্রদেশকে এই বিশ^াস দিয়েছে। আমরা জানি যে, অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এই মুহূর্তে সেগুলোর উত্তর আমরা দিতে পারছি না। কারণ, পূর্ণাঙ্গ বিশ্লেষণের এখনো বাকি আছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.