শনিবার, মে ১৮, ২০২৪
15 C
Toronto

Latest Posts

আশার মাস মে

- Advertisement -
মে মাসে বাড়ি বিক্রি হয়েছে ৯ হাজার ১২টি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২২ সালের মে মাসও তেমন একটা ভয়াবহ ছিল না। গত বছরের বিক্রি পড়ে গিয়েছিল মূলত গ্রীষ্ম আসার পর

টরন্টোর আবাসন বাজারের জন্য মে ছিল সত্যিই আশার মাস। সুদের হার ও বাড়ির মূল্য কমার আশায় বছরের বড় অংশজুড়ে ক্রেতারা বাজারের বাইরে থাকলেও বসন্তে ভালোভাবেই তারা বাজারে ফিরেছেন।

মে মাসে বাড়ি বিক্রি হয়েছে ৯ হাজার ১২টি, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২২ সালের মে মাসও তেমন একটা ভয়াবহ ছিল না। গত বছরের বিক্রি পড়ে গিয়েছিল মূলত গ্রীষ্ম আসার পর।

- Advertisement -

মে মাসে বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ১১ লাখ ৯৬ হাজার ১০১ ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি। টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ডের (টিআরআরইবি) একজন মুখপাত্র বলেন, বাড়ির মালিক হওয়ার চাহিদা সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক বেড়েছে। অনেক ক্রেতা বাজারে ফিরে আসছেন। এ ছাড়া ভাড়া বৃদ্ধি ও অভিবাসীদের ওপর ভর করে জনসংখ্যা বৃদ্ধিও বাড়ির বিক্রি বাড়াতে সহায়তা করছে। তবে লিস্টিং বিক্রির সঙ্গে তাল মেলাতে পারছে না। এ কারণে আমরা বসন্তে বিক্রির ওপর বর্ধিত চাপ দেখতে পাচ্ছি।

তবে আমরা এখনো যে আবাসন সংকটে আছি সেটা ভুলে গেলে চলবে না। কারণ, বিশেষ কিছু যে বদলাবে না সব স্তরের সরকারই সেই ইঙ্গিত দিয়েছে। আবাসন এখনো স্বল্প এবং ক্রয়সাধ্যও নয়। সব কিছু শিগগিরই বদলে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.