শনিবার, মে ১১, ২০২৪
11.6 C
Toronto

Latest Posts

জ্বালানি ঘাটতিতে পড়তে পারে অন্টারিও

- Advertisement -
জ্বালানিমন্ত্রী টড স্মিথ বলেন, প্রদেশের বিদ্যুৎ ব্যবস্থা ৯০ শতাংশ পরিচ্ছন্ন এবং সারাবিশ্ব থেকে আরও বিনিয়োগ তারা পাচ্ছেন। অন্টারিওতে আমাদের যে গ্রিড রয়েছে উত্তর আমেরিকার সবার কাছেই তা ঈর্ষার। এটা পরিচ্ছন্ন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং নিরাপদ

হিট ওয়েভ অব্যাহত থাকলে এই গ্রীষ্মে অন্টারিও জ¦ালানি ঘাটতিতে পড়তে পারে। অলাভজনক প্রতিষ্ঠান নর্থ আমেরিকান ইলেক্ট্রিসিটি রিলায়েবিলিটি কর্পোরেশনের (এনইআরসি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্টারিও এমন এক সময়ের মধ্যে ঢুকে পড়েছে যেখানে উৎপাদন ও সঞ্চালন ঘাটতি সামাল দেওয়া কঠিন হবে। নিউক্লিয়ার প্ল্যান্টের সংস্কারের জন্য পরিকল্পিত আউটেজ বিদ্যুতের সরবরাহের উৎস কমিয়ে দিয়েছে। বর্ধিত চাহিদার কারণে উইন্ডসর-এসেক্স অঞ্চলও পর্যাপ্ত বিদ্যুৎ না পেতে পারে।

- Advertisement -

রেগুলেটর বলছে, স্বাভাবিক ও চরম আবহাওয়া উভয় পরিস্থিতিতেই অন্টারিওকে আমদানি ও আউটেজ ব্যবস্থাপনার ওপর নির্ভর করতে হতে পারে।

ব্র্যাটল গ্রুপের জ্বালানি অর্থনীতিবিদ টম চ্যাপম্যান সিটিভি নিউজ টরন্টোকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে জ¦ালানি ঘাটতির ঝুঁকি বেড়ে গেছে। তবে চরম পরিস্থিতি না হলে বড় আকারে আউটেজ হবে না বলে মনে করেন তিনি।

চ্যাপম্যান বলেন, আমরা নিশ্চিতভাবেই ভালো থাকবো। আতঙ্কিত হওয়ার সত্যিই কোনো কারণ নেই। সিস্টেম অপারেটররা বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করছেন এবং স্থানীয় গ্রিড বিপর্যয় যাতে না হয় সেটা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থায় নিচ্ছে।

তিনি বলেন, ২০০৩ সালের গ্রীষ্মের পরিস্থিতি পার করে এসেছে অন্টারিও। ওই সময় বিদ্যুৎ বিপর্যয় শুধু প্রদেশ নয়, যুক্তরাষ্ট্র পর্যন্তও ছড়িয়ে পড়েছিল। প্রদেশ নবায়নযোগ্য, নিউক্লিয়ার এবং হাইড্রো-ইলেক্ট্রিসিটির উৎপাদন বাড়িয়েছে। এ ছাড়া অন্টারিওর অনেক অংশীদার রয়েছে প্রয়োজন হলে প্রতিবেশীদের কাছ থেকে বিদ্যুৎ কিনতেও পারবে। ২০০৩ সালের তুলনায় আমরা এখন অনেক ভালো অবস্থানে রয়েছি। কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগের চেয়ে অনেক বেশি ব্যবস্থা আমাদের হাতে রয়েছে।

জ্বালানিমন্ত্রী টড স্মিথ বলেন, প্রদেশের বিদ্যুৎ ব্যবস্থা ৯০ শতাংশ পরিচ্ছন্ন এবং সারাবিশ^ থেকে আরও বিনিয়োগ তারা পাচ্ছেন। অন্টারিওতে আমাদের যে গ্রিড রয়েছে উত্তর আমেরিকার সবার কাছেই তা ঈর্ষার। এটা পরিচ্ছন্ন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং নিরাপদ।

অন্টারিওর দক্ষিণ ও মধ্যাঞ্চল গত সপ্তাহে একাধিক দিন হিট ওয়েভের মধ্য দিয়ে গেছে। সে সময় তাপমাত্রা উঠেছিল ৩১ ডিগ্রি সেন্টিগ্রেডে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.