মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

বাচনিকের বৈশাখী আনন্দ আয়োজন

- Advertisement -

টরন্টোর প্রসিদ্ধ আবৃত্তি সংগঠন “বাচনিক” – এর বৈশাখী আনন্দ আয়োজন ‘এ জীবন পুণ্য করো’ অনুষ্ঠিত হলো ৩০ এপ্রিল রবিবার বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির ১৬ ডোম এভিনিউস্থ অডিটরিয়ামে।

- Advertisement -

আবৃত্তি, গান, নাটিকা, নাচ, ফ্যাশান শো, জামিল বিন খলিলের ছড়ায় ছড়ায় নির্দিষ্ট গুনের মানুষ নির্বাচন, ছোট্ট নির্বাচন কমিশনের পরিচালনায় উপস্থিত দর্শকের ভোটে বছরের রাজকুমার ও রাজকুমারী নির্বাচন এবং ইত্যাকার নানাবিধ হাস্যরসাত্মক আয়োজনের জন্য বৈশাখী অনুষ্ঠান ভিন্ন রকম এক আনন্দময় সময় উপহার দিয়েছে।

বাচনিকের ঘরোয়া আয়োজন আমন্ত্রিত সকলেই উপভোগ করেছেন। সুন্দর উপস্থাপনা করেছেন ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরীন ইভা । মামুনুর রশিদের সাউন্ড সিস্টেমে দক্ষতা অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। সাথে “বৈশাখী আয়োজনে” অনেক অনেক রকম বাঙ্গালী খাবার- পিঠা, মোয়া, নাড়ু, পান্তা ভাত, গরম ভাত, মাছ, মাংস, সব্জি, ডাল, নানা রকম ভর্তা, ভাজি, চাটনি, আচার, দই বড়া, রসগোল্লা, ছানা সন্দেশ, তরমুজ, আর সারা দিন চা ও কফি।

প্রবাসী কবি, আবৃত্তিকার, লেখক, অভিনেতা- অভিনেত্রী, শিশু-কিশোর, সকলের সাথে উপস্থিত দর্শকদের সুন্দর সময় কাটে।

মেরী রাশেদীনের নেতৃত্বে বাচনিক পরিবারের আন্তরিকতা ও আতিথেয়তায় এবছরে বৈশাখী আনন্দ আয়োজন “এ জীবন পুণ্য করো” এক স্মরণযোগ্য চিরস্থায়ী অনুভূতি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.