
স্বার্থের দ্বন্দ্ব দেখা দিলে সরকারি কর্মকর্তারা যাতে উপহার গ্রহণ করতে না পারেন সে লক্ষ্যে একটি আইনে পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছে অন্টারিও এনডিপি। মেম্বারস’ ইন্টেগ্রিটি আইনে সংশোধনীর এই প্রস্তাব সোমবার উপস্থাপন করেছে দলটি। প্রিমিয়ার ডগ ফোর্ডের মেয়ের স্ট্যাগ অ্যান্ড ডু পার্টিতে ডেভেলপাররা উপস্থিত হওয়ার বিষয়টি সামনে আসার এক মাস পর আইনে সংশোধনীর এই প্রস্তাব দিল তারা।
বর্তমান আইন অনুযায়ী, অন্টারিও আইনসভার কোনো সদস্য তার অফিসের কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত কোনো ফি, উপহার বা ব্যক্তিগত সুবিধা নিতে পারবেন না। এই অংশটুকু ‘সদস্যের কার্যালয়ের দায়িত্বের মধ্যে পড়ে এমন কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত বলে যুক্তিসঙ্গত বলে মনে হয়’ শব্দগুলো দিয়ে পরিবর্তনের প্রস্তাব করেছে এনডিপি।
এনডিপি নেতা মারিট স্টাইলিস বলেন, বৈধভাবে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়, সেই সঙ্গে দ্বন্দ দেখা দিতে পারে দুটি বিষয়ই নিয়মের মধ্যে চলে আসবে। স্বার্থের দ্বন্দ্বে সম্ভাবনা থাকার বিষয়টিও সমস্যাজনক আশা করি সরকার সেটা অনুধাবন করবে। কিন্তু সরকার স্পষ্টতই এই ধারণাটি নিয়ে সমস্যায় আছে। তাই মেম্বারস’ ইন্টেগ্রিটি আইনে বাড়তি কিছু যোগ করতে যাচ্ছি। অন্টারিওবাসী সরকারের কাছ থেকে আরও জবাবদিহিতা পাক সেটা নিশ্চিত করতে চাই আমরা।
মেয়ের স্ট্যাগ অ্যান্ড পার্টিতে প্রিমিয়ার ডগ ফোর্ড সঠিক কাজ করেছিলেন কিনা তদন্ত করে দেখতে অন্টারিওর ইন্টেগ্রিটি কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছিল এনডিপি। মার্চের মাঝামাঝি সময়ে ইন্টেগ্রিটি কমিশনার ডেভিড ওয়েক বলেন, এই অনুরোধের মধ্যে ত্রুটি ছিল। কিন্তু এটা বাতিল করে দেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। কর্মীরা বিষয়টি পর্যালোচনা করে দেখছেন এবং একটি নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হয়েছে।
ওয়েক বলেন, সরকারের গ্রিনবেল্ট পরিকল্পনা নিয়ে কোনো ধরনের অন্যায় হয়েছে বলে তার কাছে প্রতীয়মান হলেই স্ট্যাগ অ্যান্ড ডু পার্টি নিয়ে তদন্ত আবার শুরু করবেন তিনি।