
এককালীন তথাকথিত গ্রোসারি রিবেট এবং জরুরি স্বাস্থ্যসেবায় প্রদেশ ও অঞ্চলগুলোতে ২০০ কোটি ডলারের তহবিল জোগান সংক্রান্ত বিল হাউস অব কমন্সে বুধবার পাস হয়েছে। লিবারেলদের আনা এই বিলে সব দল সমর্থন জানিয়েছে, যা সচরাচর দেখা যায় না।
মার্চের শেষ দিকে উত্থাপিত এ্যাক্টটি এগিয়ে নিত সম্মত হন এমপিরা এবং সব পর্যায়ের বিতর্কের মধ্য দিয়ে কস্ট অব লিভিং রিলিফ অ্যাক্টে পরিণত হয়। এর অর্থ হলো বিলটি আইনে পরিণত হওয়ার খুব কাছাকাছি রয়েছে।
বিল সি-৪৬ নামে পরিচিত আইনটির মাধ্যমে ফেডারেল-প্রভিন্সিয়াল ফিসক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যাক্ট সংশোধন করা হচ্ছে, যাতে করে প্রদেশ ও অঞ্চলগুলো তাদের স্বাস্থ্যসেবায় এককালীন নগদ অর্থ পেতে পারে। ১ কোটি ১০ লাখ নি¤œ ও মধ্যম আয়ের কানাডিয়ানের জন্য এককালীন ২৫০ কোটি ডলারের গ্রোসারি রিবেট বাস্তবায়ন করাও বিলের উদ্দেশ্য।
বিলটির ফাস্ট-ট্র্যাকিং হওয়াকে দারুণ খবর বলে মন্তব্য করেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বিল সি-৪৬ এখন সিনেটের বিবেচনায় রয়েছে। সেখানেও দ্রুত এটি পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।