
কানাডিয়ান সমাজে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং গভীরভাবে জেঁকে বসেছে। বিষয়টি নিয়ে গবেষণাকারী একটি সিনেট কমিটির প্রাথমিক অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে।
মানবাধিকার বিষয়ক কমিটি দেখেছে, হিজাব পরিচিত মুসলিম নারী বিশেষ করে কৃষ্ণাঙ্গ মুসলিম নারীরা ইসলামোফোবিয়ার মুখে পড়ার ঝুঁকিতে রয়েছেন সবচেয়ে বেশি।
কমিটির চেয়ার সিনেটর সালমা আতাউল্লাহজান কানাডিয়ান প্রেসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, কানাডার সমস্যা রয়েছে। আমরা আন্তঃপ্রজন্ম ট্রমার কথা শুনে আসছি। কারণ, শিশুরা এগুলো দেখে বড় হচ্ছে। মুসলমানদের সরব হতে দেখা যাচ্ছে। কারণ, এমন অনেক ঘটনা ঘটছে, যেগুলো সহিংস। পরিসংখ্যান যা বলছে সমস্যা তার চেয়েও বেশি।
কমিটির তথ্য অনুযায়ী, সমগ্র কানাডায় মুসলিমদের সারাক্ষণ আক্রান্ত হওয়ার ভয়ের মধ্যে থাকতে হয়। বিশেষ করে ইসলামোফোবিয়ার শিকার হতে হয় কিনা সেই বয়ে থাকতে হয় তাদের। আতাউল্লাহজান বলেন, এসব নারীদের কেউ কেউ বাড়ি ছাড়তে ভয় পেতেন এবং তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মুসলিমদের সারাক্ষণ তাদের কাঁধের দিকে চোখ রাখতে হয়।
স্ট্যাটিস্টিকস কানাডার গত মাসে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মুসলিমদের লক্ষ্য করে হেট ক্রাইম ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি এক লাখ মুসলিমের মধ্যে এ ধরনের আটটি ঘটনা ঘটেছে।
অন্টারিওর লন্ডনে ট্রাকচাপায় একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার কিছুদিন পরই ২০২১ সালের জুনে সিনেট কমিটি তাদের কাজ শুরু করে।