বৃহস্পতিবার, মে ২, ২০২৪
18.4 C
Toronto

Latest Posts

আগস্টে ৯০ হাজার কর্মসংস্থান

- Advertisement -
কানাডার অর্থনীতিতে ৯০ হাজার ২০০ কর্মসংস্থান যোগ হয়েছে

আগস্টে কানাডার অর্থনীতিতে ৯০ হাজার ২০০ কর্মসংস্থান যোগ হয়েছে। এ নিয়ে টানা তিন মাস কর্মসংস্থান বাড়লো। গত বছর কানাডার অর্থনীতি যে বিপুল কর্মসংস্থান হারিয়েছিল তা থেকে উত্তরণের ইঙ্গিত এটা।

এর ফলে আগস্টে বেকারত্বের হার ৭ দশমিক ১ শতাংশে নেমে এসেছে, গত বছর মহামারি শুরু হওয়ার পর যা সর্বনি¤œ। গত জুলাইয়ে কানাডায় বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

- Advertisement -

আগস্টে সবচেয়ে বেশি বেড়েছে পূর্ণকালীন কর্মসংস্থান এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেবা খাতে। দেশের অধিকাংশ অঞ্চলে বিধিনিষেধ শিথিল করার ফলে আবাসন ও খাদ্য সেবা খাত কর্মসংস্থান বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে।

প্রদেশগুলোর মধ্যে আগস্টে কর্মসংস্থান বেড়েছে অন্টারিও, আলবার্টা, সাস্কেচুয়ান ও নোভা স্কশিয়ায়। বাকি প্রদেশগুলোর কোনোটিতে সামান্য বেড়েছে। কোনোটিতে আবার অপরিবর্তীত রয়েছে। মহামারি-পূর্ব সময়ের চেয়ে বেকারত্বের হার বেশি রয়েছে কেবল ব্রিটিশ কলাম্বিয়ায়।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, সেবা খাত কর্মসংস্থানকে প্রথমবারের মতো মহামারি-পূর্ব সময়ের পর্যায়ে পৌঁছে দিয়েছে। তবে এখনও কিছু এলাকা কর্মসংস্থানে বেশ পিছিয়ে আছে। কাজের দরকার অথচ খোঁজ করেননি এমন কানাডিয়ানদের হিসাবে নিলে আগস্টে বেকারত্বের হার দাঁড়াবে ৯ দশমিক ১ শতাংশ। জুলাইয়ে যেখানে এ হার ছিল ৯ দশমিক ৫ শতাংশ।

ছয় মাসের বেশি সময় ধরে কর্মসংস্থানের বাইরে রয়েছেন অর্থাৎ দীর্ঘমেয়াদি বেকারত্ব এখনও উদ্বেগের। আগস্টে এর হার ছিল ২৭ দশমিক ৪ শতাংশ বা সংখ্যায় ৩ লাখ ৯৪ হাজার। যদিও জুলাইয়ের তুলনায় সংখ্যাটি ২৯ হাজার কম। তারপরও মহামারি-পূর্ব সময়ের চেয়ে বেশি আছে। মহামারি শুরুর সময় ২০২০ সালের মার্চ বা এপ্রিলে দীর্ঘমেয়াদী বেকারের সংখ্যা ছিল ২ লাখ ১৫ হাজার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.