শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দুই পুলিশ কর্মকর্তা

- Advertisement -
৪৫ রাউন্ড গুলিবর্ষণেন ঘটনায় কোনো অন্যায় করেননি বলে রায় পেয়েছেন আন্ডারকভার দুই পুলিশ কর্মকর্তা

৪৫ রাউন্ড গুলিবর্ষণেন ঘটনায় কোনো অন্যায় করেননি বলে রায় পেয়েছেন আন্ডারকভার দুই পুলিশ কর্মকর্তা। অন্টারিওর মারখামের ওই ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। উডবাইন ও ১৬তম অ্যাভিনিউয়ের কাছে আয়ার ড্রাইভে ২০২২ সালের ২৫ নভেম্বর এ ঘটনা ঘটে।

পুলিশ সংশ্লিষ্ট সব ধরনের মৃত্যু, জখম অথবা যৌন হয়রানীর অভিযোগ তদন্ত করে থাকে অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশন্স ইউনিট (এসআইইউ)। তাদের তথ্য মতে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ওই এলাকায় একাধিক বাড়িতে হানা দেওয়ার ঘটনায় সন্দেহভাজনদের পিছু নিয়েছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। বিষয়টি বুঝতে পেরে সর্তক হয়ে যায় সন্দেহভাজনরা। গাড়ি থেকে একজন বেরিয়ে এসে কর্মকর্তারা যে ট্রাকে ছিলেন সেদিকে এগিয়ে যেতে উদ্যত হয়। এরপর তিনি চিৎকার করতে থাকেন এবং তাদের পরিচয় জানতে চান। ট্রাকটি চালাচ্ছিলেন যে কর্মকর্তা তিনি জানালার কাচ নিয়ে প্রশ্নের উত্তর দিতে গেলে সন্দেহভাজন ব্যক্তি জানালার কাচ ভেঙে দেন। এরপর আরেকজন সন্দেহভাজন ট্রাকচালক যেদিকে ছিলেন গুলিভর্তি বন্দুক হাতে সেদিকে এগিয়ে যায় এবং বন্দুকটি কর্মকর্তার মাথা বরাবর তাক করে। কর্মকর্তা অস্ত্র ফেলে দিতে বললে সন্দেহভাজন হ্যান্ডগান থেকে চালকের জানালার দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্যাসেঞ্জার সিটের সামনে বসা দ্বিতীয় কর্মকর্তাও একই কাজ করেন। এরপর উভয় সন্দেহভাজনই তাদের গাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় এক সন্দেহভাজন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আরেকজন আহত হন।

- Advertisement -

এসআইইউ বলেছে, উভয় কর্মকর্তাই তাদের ম্যাগাজিন খালি করে ফেলেন। একজন কর্মকর্তা পুনরায় গুলি ভরেন এবং গুলি ছুড়তে থাকেন। আহত সন্দেহভাজনকে নিজেদের হেফজাতে নেওয়ার পর পুলিশ চিকিৎসার জন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল তৃতীয় এক বেসামরিক প্রত্যক্ষদর্শীকেও নিজেদের হেফাজতে নেয় পুলিশ। গোলাগুলির সময় তারা অক্ষত ছিলেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.