মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-1.5 C
Toronto

Latest Posts

অন্টারিওরতে বৈদ্যুতিক মোটর বানাবে জিএম

- Advertisement -
ইউনিফরের প্রেসিডেন্ট লানা পায়েন এক বিবৃতিতে বলেছেন, ঐতিহাসিক এই বিনিয়োগের অর্থ হচ্ছে আগামী প্রজন্মের জন্যও অটোওয়ার্কাররা এই অঞ্চলের অর্থনীতির মেরুদ- হিসেবে থেকে যাবে

অন্টারিওর সেইন্ট ক্যাথেরিন্স প্রোপালশন প্ল্যান্টে বৈদ্যুতিক গাড়ির মোটর তৈরির পরিকল্পনা করছে জেনারেল মোটরস (জিএম)। ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির দিকে যাওয়া অটোমোবাইল কোম্পানির দেওয়া এটা সর্বশেষ প্রতিশ্রুতি।

কোম্পানি বলেছে, ফেডারেল ও প্রাদেশিক সরকারের সম্মতির ভিত্তিতে এই উদ্যোগের ফলে কারখানাটিতে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

- Advertisement -

সেইন্ট ক্যাথেরিন্স প্ল্যান্টে বর্তমানে কর্মরত আছে ১ হাজার ১০০ এর বেশি কর্মী, যারা ভি-৬ ও ভি-৮ এর পাশাপাশি ট্রান্সমিশন তৈরির সঙ্গে যুক্ত।

জিএম বলছে, নতুন এই আল্টিয়াম ইলেক্ট্রিক ড্রাইভ ইউনিট কিছু ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন উৎপাদনের জায়গা নেবে। তবে কিছুদিনের জন্য হলেও প্ল্যান্টটিতে নতুন মোটরের পাশাপাশি ভি-৮ ইঞ্জিনের উৎপাদনও চলবে।

ইউনিফরের প্রেসিডেন্ট লানা পায়েন এক বিবৃতিতে বলেছেন, ঐতিহাসিক এই বিনিয়োগের অর্থ হচ্ছে আগামী প্রজন্মের জন্যও অটোওয়ার্কাররা এই অঞ্চলের অর্থনীতির মেরুদ- হিসেবে থেকে যাবে।

জিএম বলছে, সেইন্ট ক্যাথেরিন্স ইলেক্ট্রিক মোটরস ব্রাইটড্রপ ডেলিভারি ভ্যান উৎপাদন করবে, বর্তমানে যা অন্টারিওর ইঙ্গারসল প্ল্যান্টের কিছু অংশে তৈরি হয়। পাশাপাশি বছরে ৪ লাখের মতো ইলেক্ট্রিক পিকআপ ট্রাকও তৈরি করবে প্ল্যান্টটি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.