
অন্টারিওর সেইন্ট ক্যাথেরিন্স প্রোপালশন প্ল্যান্টে বৈদ্যুতিক গাড়ির মোটর তৈরির পরিকল্পনা করছে জেনারেল মোটরস (জিএম)। ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির দিকে যাওয়া অটোমোবাইল কোম্পানির দেওয়া এটা সর্বশেষ প্রতিশ্রুতি।
কোম্পানি বলেছে, ফেডারেল ও প্রাদেশিক সরকারের সম্মতির ভিত্তিতে এই উদ্যোগের ফলে কারখানাটিতে প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সেইন্ট ক্যাথেরিন্স প্ল্যান্টে বর্তমানে কর্মরত আছে ১ হাজার ১০০ এর বেশি কর্মী, যারা ভি-৬ ও ভি-৮ এর পাশাপাশি ট্রান্সমিশন তৈরির সঙ্গে যুক্ত।
জিএম বলছে, নতুন এই আল্টিয়াম ইলেক্ট্রিক ড্রাইভ ইউনিট কিছু ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন উৎপাদনের জায়গা নেবে। তবে কিছুদিনের জন্য হলেও প্ল্যান্টটিতে নতুন মোটরের পাশাপাশি ভি-৮ ইঞ্জিনের উৎপাদনও চলবে।
ইউনিফরের প্রেসিডেন্ট লানা পায়েন এক বিবৃতিতে বলেছেন, ঐতিহাসিক এই বিনিয়োগের অর্থ হচ্ছে আগামী প্রজন্মের জন্যও অটোওয়ার্কাররা এই অঞ্চলের অর্থনীতির মেরুদ- হিসেবে থেকে যাবে।
জিএম বলছে, সেইন্ট ক্যাথেরিন্স ইলেক্ট্রিক মোটরস ব্রাইটড্রপ ডেলিভারি ভ্যান উৎপাদন করবে, বর্তমানে যা অন্টারিওর ইঙ্গারসল প্ল্যান্টের কিছু অংশে তৈরি হয়। পাশাপাশি বছরে ৪ লাখের মতো ইলেক্ট্রিক পিকআপ ট্রাকও তৈরি করবে প্ল্যান্টটি।