মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

কৃষ্ণাঙ্গ কানাডিয়ানদের জন্য বিচার কৌশল তৈরির দাবি

- Advertisement -
বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টির কার্যালয় থেকে বলা হয়েছে, কৌশলটি প্রণয়নে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কাজ করছেন মন্ত্রী এবং শিগগিরই এ ব্যাপারে আরও কিছু বলবেন

কৃষ্ণাঙ্গ কানাডিয়ানদের বিচার কৌশল উন্নয়নের প্রতিশ্রুতি অনুসরণের জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। লিবারেল সরকার ২০২১ সালে নির্বাচনী প্রচারণার সময় এ ধরনের কৌশল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। কানাডিয়ান ফৌজদারি বিচার ব্যবস্থায় কৃষ্ণাঙ্গবিরোধী গভীর উদ্বেগ নিয়ে কিছু অ্যাডভোকেসি গ্রুপ ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশের পর এই প্রতিশ্রুতি দেয় লিবারেলরা। কানাডার কারাগারগুলোতে কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্ব অনেক বেশি। কৃষ্ণাঙ্গরা কানাডার মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ হলেও ফেডারেল কারগারাকে তাদের অংশ মোট বন্দির প্রায় ৮ শতাংশ।

বিচারমন্ত্রী ডেভিড ল্যামেট্টির কার্যালয় থেকে বলা হয়েছে, কৌশলটি প্রণয়নে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কাজ করছেন মন্ত্রী এবং শিগগিরই এ ব্যাপারে আরও কিছু বলবেন।

- Advertisement -

ল্যামেট্টির প্রেস সেক্রেটারি ডায়ানা এবাদি এক লিখিত বিবৃতিতে বলেন, কাজটিতে অগ্রাধিকার দেওয়ার কারণ হলো আইনের সামনে কৃষ্ণাঙ্গ কানাডিয়ানদের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করা। কানাডার ব্ল্যাক জাস্টিস স্ট্র্যাটেজি আমাদেরকে আরও বেশি ন্যায়ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।

ব্ল্যাক লিগাল অ্যাকশন সেন্টারের তথ্য অনুযায়ী, পুলিশ কৃষ্ণাঙ্গদের থামাতে, খোঁজ করতে, অভিযোগ দায়ের করতে এবং তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বেশি আগ্রহী। একইসঙ্গে পুলিশ তাদের ওপর বল প্রয়োগে অথবা আহত করার ব্যাপারেও বেশি আগ্রহী।

হাউস অব কমন্সের জননিরাপত্তা কমিটি ২০২১ সালে এক প্রতিবেদনে উল্লেখ করে যে, পুলিশের মধ্যে পদ্ধতিগত বর্ণবাদের সমস্যা বাস্তবিক এবং জরুরিভিত্তিতে এটা মোকাবিলা করা প্রয়োজন। ফৌজদারি বিচার ব্যবস্থায় উচ্চ হারে প্রান্তিক মানুষদের উপস্থিতির এই সমস্যা সমাধানে জাতীয় কৌশল প্রণয়নের সুপারিশ করা হয় সেই সময়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.