ক্রমবর্ধমান রুফিং কেলেঙ্কারি নিয়ে জনগণকে সতর্ক করছে টরন্টো পুলিশ
ক্রমবর্ধমান রুফিং কেলেঙ্কারি নিয়ে জনগণকে সতর্ক করছে টরন্টো পুলিশ। একটি রুফিং কোম্পানির কর্মী পরিচয়ে ওয়েস্ট-এন্ডের একটি বাড়ির মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ দুইজনকে গ্রেপ্তারের পর এই সতর্কতা জারি করলো পুলিশ।
পুলিশ বলেছে, ৩১ জানুয়ারি এক ব্যক্তি ব্লুর স্ট্রিট ওয়েস্ট ও জেন স্ট্রিট এরিয়ার এক বাসিন্দার কাছে যায় এবং বাড়ির মালিকের সঙ্গে কথা বলে। বাড়ির মালিককে সে জানায়, বাড়ির ছাদে একটি সমস্যা তার চোখে পড়েছে এবং সেটি মেরামত প্রয়োজন। মালিককে সে জানায়, নর্থ ইয়র্কের একটি রুফিং কোম্পানির হয়ে সে কাজ করে এবং সে চুক্তিপত্র সরবরাহ করে। এরপর সে বাড়ির মালিককে একটি ব্যাংকে পাঠিয়ে ছাদ মেরামতের জন্য ব্যাংক ড্রাফট সংগ্রহ করে।
তদন্তে পুলিশ জানতেক পারে যে, ওই ব্যক্তি উল্লেখিত কোম্পানির হয়ে কাজ করে না এবং কোম্পানিটি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।
মঙ্গলবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৈধভাবে ব্যবসা করে এমন একটি কোম্পানির নাম ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি।
এ ঘটনায় ৩২ বছর বয়সী সিমন চারককে গত সপ্তাহে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, তদন্তে দেখা গেছে, ২০২২ সালের হেমন্তের পর থেকে রুফিং কেলেঙ্কারি বেড়ে গেছে। এ কাজে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে, আরও অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-১১০০ এই নাম্বারে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।