শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.3 C
Toronto

Latest Posts

আরবিট্রেশনে রাজি হতে ইরানের প্রতি আহ্বান কানাডার

- Advertisement -
ফাইল ছবি

প্রায় তিন বছর আগে গুলি করে ফ্লাইট পিএস৭৫২ ভুপাতিত করার ঘটনায় আরবিট্রেশনের রাজি হতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে কানাডাসহ চারটি দেশ। বাণিজ্যিক উড়োজাহাজকে হামলা থেকে রক্ষায় তৈরি জাতিসংঘ কনভেনশনের মাধ্যমে এ অনুরোধ জানিয়েছে দেশগুলো। বাকি তিনটি দেশ হলো ব্রিটেন, সুইডেন ও ইউক্রেন।

২০২০ সালের ৮ জানুয়ারি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটি ভুপাতিত করে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর। এতে ১৭৬ জন নিহত হন। নিহত যাত্রীদের মধ্যে কানাডার নাগরিক ছিলেন ৫৫ জন ও ৩০ জন ছিলেন স্থায়ী বসবাসকারী। অন্যদেরও কানাডার সঙ্গে সংযোগ ছিল।

- Advertisement -

এ ঘটনায় দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে ইরান সরকারের সঙ্গে কয়েক বছর ধরে চলা দর-কষাকষি ব্যর্থ হওয়ার পর এই আহ্বান জানানো হলো। ছয় মাসের মধ্যে ইরান যদি এই দাবি না মানে তাহলে মামলাটি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে চলে যাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.