শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

অপারেটিং খরচ ২০ মিলিয়ন ডলারের বেশি

- Advertisement -
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস বলেছেন যে, অর্থের পরিমাণ কম এবং গ্রামীণ হাসপাতালগুলোর এখনও এমআরআই মেশিন নেই

অন্টারিও প্রদেশ জুড়ে ২৭টি নতুন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং মেশিন চালানোর জন্য অপারেটিং খরচে ২০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করছে।

স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোনস বলেছেন যে, অর্থের পরিমাণ কম এবং গ্রামীণ হাসপাতালগুলোর এখনও এমআরআই মেশিন নেই।

- Advertisement -

জোন্স বলেছেন যে, অর্থটি এমআরআই মেশিন কেনার জন্য নয়, যা পৃথক হাসপাতালে ছেড়ে দেওয়া হবে।
কলিংউড জেনারেল এবং মেরিন হাসপাতালের সভাপতি মাইকেল ল্যাক্রোইক্স বলেছেন যে, এই পদক্ষেপের ফলে রোগীদের একটি এমআরআই সম্পন্ন করার জন্য অঞ্চলের মধ্যে থাকতে পারবেন।

ল্যাক্রোইক্স বলেছেন যে, পরিবর্তনটি অন্যান্য হাসপাতালের চাপ কমাতেও সাহায্য করবে যাদের মেশিন রয়েছে এবং স্ক্যানের জন্য অপেক্ষার সময় কমিয়ে দেবে।

অন্টারিও হেলথ ডেটা দেখায় যে মাত্র ৩৬ শতাংশ রোগীর লক্ষ্য সময়ের মধ্যে এমআরআই স্ক্যান করা হয়েছে – যা অগ্রাধিকারের উপর নির্ভর করে পরিবর্তিত হয় – এবং যে রোগীদের ২৮ দিনের মধ্যে স্ক্যান করা উচিত তাদের গড় অপেক্ষার সময় ৭৭ দিন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.