
কানাডার অর্থনীতিতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। আগস্টে প্রকৃত জিডিপি বেড়েছে দশমিক ১ শতাংশ।
স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদন বলছে, পণ্য উৎপাদন শিল্পের প্রবৃদ্ধি কমলেও সেবা শিল্পের প্রবৃদ্ধি বাড়ায় এই প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাইয়ে খুচরা বিক্রয় খাতের প্রবৃদ্ধি ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে কমে গেলেও তা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাণিজ্য, কৃষি ও সরকারি খাতও আগস্টে বেড়েছে।
তবে নির্মাণখাত টানা পঞ্চম মাসের মতো সংকুচিত হয়েছে। আবাসিক নির্মাণ খাতের প্রবৃদ্ধি গত পাঁচ মাসের মধ্যে চার মাসই কমলেও আগস্টে এ খাতের কার্যক্রম ২০২০ সালের ফেব্রুয়ারিতে মহমারি-পূর্ববর্তী সময়ের চেয়ে ৮ শতাংশ উপরে আছে। উৎপাদন, মাইনিং এবং তেল-গ্যাস উত্তোলন খাতও আগস্টে সংকুচিত হয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, প্রাথমিক হিসাবে প্রকৃত জিডিপি দশমিক ১ শতমাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার বার্ষিক ১ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যেখানে ৩ দশমিক ৩ শতাংশ।
চলতি বছর দ্রুত সুদের হার বৃদ্ধির কারণে মন্দা আসন্ন হওয়ার উদ্বেগের মধ্যেই এই উপাত্ত দিল স্ট্যাটিস্টিকস কানাডা। উচ্চ মূল্যস্ফীতি রুখতে মার্চ থেকেই সুদের হার বাড়িয়ে চলেছে ব্যাংক অব কানাডা। তারা বলছে, অর্থনীতিতে চাহিদা জোগানকে ছাপিয়ে যাচ্ছে। ঋণের ব্যয় বৃদ্ধি ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়কে কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে মূল্য বৃদ্ধিও কমে আসবে।
সাম্প্রতিক মুদ্রানীতি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে এবং ২০২৩ সালের শুরুর দিকে অর্থনীতি স্থিরাবস্থায় থাকবে বলে মনে করছে ব্যাংক অব কানাডা।