শনিবার, মে ৪, ২০২৪
13.7 C
Toronto

Latest Posts

জরুরি আইনের প্রতি ফোর্ডের সমর্থন

- Advertisement -
অটোয়ার মেয়র জিম ওয়াটসন

গত শীতে তথাকথিত ফ্রিডম কনভয় বিক্ষোভ থামাতে ফেডারেল সরকারের পদক্ষেপকে সমর্থন করেন বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তবে এতে সম্পৃক্ত হওয়ার অনুরোধ প্রাদেশিক সরকার ফিরিয়ে দেয় বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে।

ফোর্ড বলেন, জানুয়ারিতে বিপুল সংখ্যক বিক্ষোভকারী অটোয়াতে সমবেত হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বেশ কয়েকজন মেয়রের সঙ্গে তিনি কাজ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম।

- Advertisement -

ফেডারেল সরকারের জরুরি আইন প্রয়োগের তদন্তে দাখিল করা নথি যদিও বলছে, প্রদেশের পক্ষ থেকে সিটি অব অটোয়ার কর্মকর্তাদের অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। ফ্রেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অটোয়ার মেয়র জিম ওয়াটসন ও সিটি ব্যবস্থাপক স্টিভ ক্যানেলাকোস তৎকালীন সলিসিটর জেনারেল সিলভিয়া জোন্সের সঙ্গে কথা বলেন এবং বিক্ষোভ দমনে প্রদেশের পক্ষ থেকে যেনো সহায়তা সরবরাহ করা হয় সেজন্য তাকে অনুরোধ করতে বলেন। জোন্স সে সময় বলেন, এটা আইনশৃঙ্খলা বাহিনীর ইস্যু।

তদন্তে এটাও উঠে এসেছে যে, বিক্ষোভ দমনে অন্টারিওকে ফেব্রুয়ারির বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছিল, যাতে করে অটোয়া পুলিশ বাড়তি পুলিশ সহায়তা পায়। সিটি ব্যবস্থাপক পুলিশের কাছ থেকে এই বার্তা পান যে, অন্টারিও এ ব্যাপারে কিছু করার জন্য প্রস্তুত নয়। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ স্থানীয় ও ফেডারেল কর্মকর্তা, অটোয়া পুলিশ এবং আারসিএমপির সঙ্গে বৈঠক করে।

এ ব্যাপারে বক্তব্য চাইলে ফোর্ডের কার্যালয় থেকে তাৎক্ষণিক কিছু বলা হয়নি। প্রিমিয়ার এর আগে বলেন, ফেডারেল সরকারের জরুরি আইন প্রয়োগের তদন্তে সাক্ষের জন্য তাকে ডাকা হয় নি। তবে অটোয়া ও উইন্ডসরের বিক্ষোভকারীদের সরিয়ে দিতে স্থানীয় পুলিশ ও আরসিএমপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশকে সাক্ষের জন্য ডাকা হবে। আপনি যদি প্রত্যেকদিন অটোয়ার জনগণের জীবন বাধাগ্রস্ত করেন, আমাদের সীমান্তে অর্থনৈতিক প্রবাহ বিঘিœত করেন তাহলে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।

তদন্তে প্রাথমিক সাক্ষীর তালিকায় অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা রয়েছেন। কমিশনার থমাস ক্যারিকের নামও আছে তালিকায়। অন্টারিওর ডেপুটি সলিসিটর জেনারেল ফর কমিউনিটি সেফটি মারিও ডি টমাসো এবং গণপরিবহন মন্ত্রণালয়ের সহকারি উপমন্ত্রী ইয়ান ফ্রিম্যানও সাক্ষ দিতে যাচ্ছেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.