শনিবার, মে ৪, ২০২৪
13.7 C
Toronto

Latest Posts

সুুদের হার আরেক দফা বাড়ার সম্ভাবনা

- Advertisement -
বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার

কানাডার সাম্প্রতিক মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি থাকায় সুদের হার আরেক দফা বাড়ানোর ক্ষেত্র তৈরি হয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা তাদের সাম্প্রতিক ভোক্তা মূল্যসূচক প্রতিবেদনে বলেছে, সেপ্টেম্বরে দেশের বার্ষিক মূল্যস্ফীতি সামান্য কমে ৬ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৭ শতাংশ।

বিএমওর প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেন, হেডলাইন মূল্যস্ফীতির হার কমলেও তা প্রত্যাশার চেয়ে কম। মূল্যস্ফীতি যতটা কমবে বলে গত মাসে আশা করা হয়েছিল ততটা কমেনি। যদিও গ্যাসোলিনের দাম উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।
মূল্যস্ফীতির চাপ এখনো লক্ষ্যণীয় এবং সুদের হার বৃদ্ধির চক্র থেকে ব্যাংক অব কানাডা যে বেরিয়ে আসছে না, সে ইঙ্গিতও তারা দিয়েছে। বিএমওর পূর্বাভাস অনুযায়ী, ব্যাংক অব কানাডা এবার সুদের হার ৭৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করতে পারে।

- Advertisement -

পণ্যমূল্য বৃদ্ধির হার শ্লথ হওয়ার কারণ হিসেবে গ্যাসোলিনের মূল্য হ্রাসের কথা উল্লেখ করেছে স্ট্যাটিস্টিকস কানাডা। সেপ্টেম্বরে পাম্পে গ্যাসোলিনের দাম আগস্টের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। গ্যাসোলিনের দাম কমলেও মুদিপণ্যের দাম ১৯৮১ সালের আগস্টের পর সবচেয়ে দ্রুত বেড়েছে। সেপ্টেম্বরে মুদিপণ্যের দাম এক বছর আগের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এর আগের মাসে দাম বেড়েছিল ১০ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে টানা দশ মাস মুদিপণ্যের দাম সার্বিক মূল্যস্ফীতির হারকে অতিক্রম করে গেলো।

কানাডার মতোই যুক্তরাষ্ট্রেও বার্ষিক মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক মাসের যে প্রবণতা তাতে মূল্যস্ফীতি সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন ইউনিভার্সিটি অব ক্যালগেরির অর্থনীতির অধ্যাপক ট্রেভর টোম্বি। তিনি বলেন, মূল্যস্ফীতির যে হার আমরা দেখতে পাচ্ছি তা মূল্যবৃদ্ধির প্রতিফলন, যা আর ঘটছে না। মূল্যবৃদ্ধির বড় অংশই হয়েছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে। বর্তমানে মূল্যস্ফীতি কমার প্রধান চালক গ্যাসের মূল্যহ্রাস। সাম্প্রতিক সময়ে কানাডিয়ান ডলার দুর্বল হওয়ায় কানাডায় মুদিপণ্যের দামবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। কারণ, কানাডা কিছু খাদ্যপণ্য বিদেশ থেকে কিনে থাকে।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, মুদিপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ার কারণ আবহাওয়া পরিস্থিতি, সার ও প্রাকৃতিক গ্যাসের উচ্চ মূল্য এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণ।
সেপ্টেম্বর ছিল অনেক শিক্ষার্থীর শিক্ষাবর্ষের শুরু। এই সময়ে টিউশন ফি এক বছর আগের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে। খাদ্য ও জ¦ালানির মূল্য বাদ দিলে আগস্টের তুলনায় কানাডায় বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। মাসিকভিত্তিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে দশমিক ১ শতাংশ।

মূল্যবৃদ্ধি অনেক কানাডিয়ানের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। কারণ, মজুরি বাড়লেও মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি হারে। সেপ্টেম্বরে ঘণ্টাপ্রতি মজুরি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ, যা মূল্যস্ফীতির বৃদ্ধির চেয়ে কম।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.