শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

অনৈতিক ডেভেলপারদের জরিমানা দ্বিগুন করার পরিকল্পনা

- Advertisement -
ফাইল ছবি

নতুন কোনো বাড়ি নির্মাতা ও বিক্রেতা প্রকল্প বা ক্রয়চুক্তি বাতিল করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা দ্বিগুন করার পরিকল্পনা করছে অন্টারিও। নিউ হোম কনস্ট্রাকশন লাইসেন্সিং অ্যাক্ট পাস হলে সর্বোচ্চ জরিমানা ২৫ হাজার থেকে বেড়ে ৫০ হাজার ডলারে উন্নীত হবে।

এছাড়া কোনো ডেভেলপার নিউ হোম কনস্ট্রাকশন লাইসেন্সিং অ্যাক্ট একাধিকবার লঙ্ঘন করলে সেক্ষেত্রে জরিমানা ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ ডলারে উন্নীত করা হবে। করপোরেশনদের জরিমানা আড়াই লাখ ডলার থেকে বেড়ে দাঁড়াতে পারে ৫ লাখ ডলারে। পাশাপাশি ওই ডেভেলপাররা তাদের বিল্ডার লাইসেন্সও হারাবে।
আইনে জরিামান অর্থ ব্যাপকভাকে ক্ষতিগ্রস্ত ক্রেতাকে সরসারি প্রদানের ক্ষমতা দেবে হোম কনস্ট্রাকশন রেগুলেটরি অথরিটিকে।

- Advertisement -

পাবলিক অ্যান্ড বিজনেস সার্ভিস ডেলিভারি মন্ত্রী খালিদ রশিদ বলেন, পদক্ষেপটিকে কঠোর শাস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং যেসব অনৈতিক ডেভেলপার ক্রেতাদের ঘাড়ে চেপে বাড়তি অর্থ আয় করতে চায় তাদেরকে বিষয়টি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে আইনটি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.