বুধবার, মে ৮, ২০২৪
15 C
Toronto

Latest Posts

ক্যাপিটল হিলের দাঙ্গার জন্য ট্রাম্পকে দায়ী করছেন সিংহভাগ কানাডিয়ান

- Advertisement -
ছবি/ জেসন হাফসো

যুক্তরাষ্ট্রের ৬ জানুয়ারির ঘটনার শুনানির দিকে ঘনিষ্ঠ নজর রাখছেন প্রতি তিনজন কানাডিয়ানের মধ্যে একজন। ওই দাঙ্গার জন্য ট্রাম্পকে দায়ি মনে করেন প্রতি চারজনের মধ্যে তিনজন কানাডিয়ান। নতুন এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

আগস্টে পরিচালিত লেজারের অনলাইন সমীক্ষায় দেখা গেছে, ৩৭ শতাংশ কানাডিয়ান এবং ৪৪ শতাংশ আমেরিকান শুনানির দিকে ঘনিষ্ঠ নজর রাখছেন। ক্যাপিটল হিলের দাঙ্গার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট দায়ি বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৫৪ শতাংশ আমেরিকান। অন্যদিকে ওই ঘটনার জন্য ট্রাম্পকে দায়ি করছেন ৭২ শতাংশ কানাডিয়ান।

- Advertisement -

১ হাজার ৫০৯ জন কানাডিয়ান এবং ১ হাজার ২ জন আমেরিকানের ওপর সমীক্ষাটি চালানো হয়েছে। সমীক্ষাটি করা হয়েছে জুলাইয়ের শুনানির পর পরই। কমিটির প্রতিবেদন এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ৮ নভেম্বর নির্বাচনের আগে তা প্রকাশ করা হবে কিনা তা স্পষ্ট নয়।

এদিকে ম্যাক্সিম বার্নিয়েরের ডানপন্থী পিপল’স পার্টি অব কানাডার ৫৭ শতাংশ সদস্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে চান। প্রার্থী হিসেবে ট্রাম্পকে চান না দলটির ২৫ শতাংশ এবং এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি ১৮ শতাংশ সদস্য।
কনজার্ভেটিভদের মধ্যে ২৮ শতাংশ ট্রাম্পের মনোনয়নের পক্ষে মত দিয়েছেন। ট্রাম্পের মনোনয়নের বিপক্ষে মত দিয়েছেন ৬৪ শতাংশ কনজার্ভেটিভ সদস্য। অন্যদিকে লিবারেল পার্টির প্রায় ৯০ শতাংশ সদস্যই ট্রাম্পের মনোনয়নের বিপক্ষে। তবে ব্লক কুইবেকোয়িসের ৯৫ শতাংশ সদস্য ট্রাম্পের মনোনয়নের পক্ষে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.