বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সংকট হয়ে দাঁড়াচ্ছে

- Advertisement -
ছবি/ ক্যাসানিয়া ম্যাগানোভা

মিসি অ্যান্ডারসনের মতো অধিকাংশ কানাডিয়ানের জন্যই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সংকট হয়ে উঠছে। চার সন্তানের মা ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন বাস করেন অন্টারিওর বার্লিংটনে। কীভাবে অর্থ খরচ করবেন, অনেক কানাডিয়ানের মতো তাকেও কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে।

ফ্রিল্যান্স লেখক অ্যান্ডারসন সিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন, শিশুদের খাওয়ানো ও যতœ নেওয়ার ব্যয়ের পর স্টেজ ওয়ানের সার্ভিক্যাল ক্যান্সারের চিকিৎসায় স্বল্প ডোজের কেমোথেরাপি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -

চলতি বছরের জুলাইয়ে মূল্যস্ফীতির হার গত বছরের জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের পর এটাই মাসভিত্তিক মূল্যস্ফীতির হ্রাস। কিন্তু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এখনো ভোগাচ্ছে অ্যান্ডারসনকে।

তিনি বলছিলেন, সাধারণ কানাডিয়ানরা কীভাবে জীবনযাপন করছে তাদের সেটা বোঝা উচিত। ভাড়াবাবদ এককালীন ৫০০ ডলারের যে সহায়তা তারা তাকে যথেষ্ট মনে করতে পারে। কিন্তু আপনি যদি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে দেখবেন এতে আপনার খুব একটা সহায়তা হচ্ছে না। এ অবস্থায় যত দ্রুত সম্ভব আরও বেশি সহায়তার প্রত্যাশা করছেন অ্যান্ডারসন।
জনগণের ক্রয়ক্ষমতায় সহায়তা করতে ফেডারেল সরকার নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। রেন্টাল বেনিফিট , জিএসটি ক্রেডিট ও নতুন ডেন্টাল বেনিফিট এর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এগুলো জনগণের জীবনে পার্থক্য গড়ে দেবে। কিন্তু এর ফলে যাতে মূল্যস্ফীতি বেড়ে না যায় সেদিকেও খেয়াল রাখা হয়েছে।

তবে একে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়া বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভর। ব্যয় বাড়ানোয় সরকারের সমালোচনা করেছেন স্কশিয়াব্যাংকের ক্যাপিটাল মার্কেটেস ইকোনমিকসের প্রধান ডেরেক হল্টও।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির অর্থনীতিবিদ ট্রেভর টম্বি দ্য হাউজকে বলেন, সাম্প্রতিক ঘোষিত পদক্ষেপ লক্ষ্যণীয় প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। মূল্যস্ফীতির মূল কারণ সমাধান করা কঠিন হতে পারে। তাই সরকারকে বলতে হবে যে, খুব স্বল্প মেয়াদে করার কিছু নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.