শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.4 C
Toronto

Latest Posts

ডেন্টাল কেয়ার ও আবাসন নিয়ে সরকারকে চাপে রাখবে এনডিপি

- Advertisement -
এনডিপি নেতা জগমিত সিং

ডেন্টাল কেয়ার ও আবাসন নিয়ে সরকারকে তাগাদা দিতে সংসদের আসন্ন অধিবেশনকে কাজে লাগাবেন বলে জানিয়েছেন ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিং। এই দুই ইস্যু নিয়ে লিবারেল ও এনডিপির মধ্যে সমঝোতাও হয়েছে।

হ্যালিফ্যাক্সে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনডিপি নেতা বলেন, এই সেবাগুলো দিতে সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে চান তিনি।
২০২৫ সাল পর্যন্ত সংখ্যালঘিষ্ট সরকারকে ক্ষমতায় রাখতে গত মার্চে লিবারেল পার্টি ও এনডিপির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এজন্য এনডিপির অগ্রাধিকারগুলো বিশেষ করে ডেন্টাল ও আবাসন নিয়ে কাজ করার ব্যাপারে সরকারকে শর্ত দেওয়া হয়। এর ফলে লিবারেল সরকার একটি ডেন্টাল কেয়ার প্রোগ্রাম চালুর প্রতিশ্রুতি দেয়। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ১২ বছরের কম বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনার মধ্য দিয়ে চলতি বছরের শেষ নাগাদ এটি শুরু করার কথা। ২০২৩ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু, জ্যেষ্ঠ নাগরিক এবং শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি এবং দেরও কর্মসূচিটির আওতায় আনার কথা বলা হয়েছে। আর বার্ষিক ৯০ হাজার ডলারের কম আয়কারী সব পরিবারকে সুবিধাটি দেওয়ার কথা ২০২৫ সালের মধ্যে।

- Advertisement -

তবে লিবারেলরা প্রথম সময়সীমার মধ্যে কর্মসূচিটি শুরু করতে পারছে না বলে একাধিক জানিয়েছে। কর্মসূচিটির স্থায়ী রূপরেখা প্রস্তুত না হওয়া পর্যন্ত লিবারেলরা একটা সাময়িক সমাধানের পরিকল্পনা করছে।

সরকারের পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল অন্তত চারটি সূত্র বলেছে, সাময়িক সমাধান হিসেবে দাঁতের চিকিৎসা নিতে উপযুক্ত পরিবারগুলোকে সরকারি অর্থ দেওয়া হবে।

জাগমিত সিং বলেন, শিশুদের জন্য দন্তসেবার প্রথম যে লক্ষ্যমাত্রা এ বছরের শেষ নাগাদ তা পূরণ হওয়ার ব্যাপারে আমি খুবই আত্মবিশ^াসী। সেটা না হলে তার ফলাফলও আছে। জনগণ ডেন্টাল কেয়ার পাবে এবং তাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে চাই। সরকার যাতে সেটা দেয় সেজন্য আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করে চলেছি। সেপ্টেম্বরের মাঝামাঝি যখন হাউজ অব কমন্সের অধিবেশন শুরু হবে তখন এনডিপি সরকারকে ক্রয়ক্ষমতার ইস্যুগুলো সমাধানে চাপ দেবে। কারণ, জনগণকে উচ্চ জীবনযাত্রার ব্যয়ের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে সেই সময় জনগণের কিছু সাহায্য দরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.