শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
2.2 C
Toronto

Latest Posts

বর্ণবাদবিরোধী লড়াইয়ে তহবিল কমছে

- Advertisement -
ডাইভারসিটি বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেইন

একজন জ্যেষ্ঠ পরামর্শকের বিদ্বেষপূর্ণ টুইটের পরিপ্রেক্ষিতে বর্ণবাদবিরোধী লড়াইয়ে তহবিল কমানোর নির্দেশ দিয়েছেন ডাইভারসিটি বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেইন। সোমবার তিনি কমিউনিটি মিডিয়া অ্যাডভোকেসি সেন্টারের উদ্যোগ বাতিল ঘোষণা করেন। হেরিটেজ বিভাগ থেকে তারা ১ লাখ ৩৩ হাজার ডলারের বেশি তহবিল পেয়েছে।

প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক লেইথ মারুফের টুইটার অ্যাকাউন্টের পোস্ট নিয়ে কানাডিয়ান প্রেস প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নিলেন ড্ইাভারসিটি মন্ত্রী। একটি টুইটে মারুফ লেখেনÑ ‘উচ্চকণ্ঠ মানববর্জ্য অর্থাৎ ইহুদি সুপ্রিমেসিস্টদের ব্যাপারে আপনারা সবাই জানেন। আমরা যখন ফিলিস্তিনকে স্বাধীন করবো তখন তাদের সবাইকে যেখান থেকে তারা এসেছে সেখানে ফিরে যেতে হবে। তারা মৃদু স্বরের কুকুর হিসেবে তাদের খ্রিস্টান/ধর্মনিরপেক্ষ হোয়াইট সুপ্রিমেসিস্ট প্রভুদের কাছে ফিরে যাবে।’

- Advertisement -

এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে হুসেইন বলেন, আমাদের দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। তহবিল কর্তন ও প্রকল্পটি স্থগিতের বিষয়টি জানিয়ে কমিউনিটি মিডিয়া অ্যাডভোকেসি (সিএমএসি) বরাবর আমরা চিঠি দিয়েছি। মারুফের মতো মানুষকে কীভাবে তারা নিয়োগ দিয়েছে তাদের কাছে আমরা সেই জবাব চেয়েছি। তার ইহুদি বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতি কীভাবে তারা সামাল দেবে তাও জানতে চাওয়া হয়েছে।

হুসেইন ও মারুফের বরোত দিয়ে গত এপ্রিলে এক সংবাদ বিজ্হপ্তিতে ‘বিল্ডিং অ্যান অ্যান্টি-রেসিজম স্ট্র্যাটেজি ফর কানাডিয়ান ব্রডকাস্টিং: কনভার্সেশন অ্যান্ড কনভার্জেন্স’ শীর্ষক প্রকল্পটির কথা জানানো হয়। প্রকল্পের আওতায় কানাডাজুড়ে পরামর্শমূলক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। এর মধ্যে কিছু অনুষ্ঠান এ বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা।

হুসেইনের কার্যালয় থেকে বলা হয়েছে, সিএমএসির বর্ণবাদবিরোধী প্রকল্পের অনুকূলে তহবিল বরাদ্দ দেওয়া হয় আহমেদ হুসেইন হেরিটেজ মন্ত্রী হওয়ার আগেই। তাঁর মুখপাত্র আরেভিগ অ্যাফারিয়ান বলেন, তহবিল অনুমোদন দেওয়ার আগেই এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা উচিত ছিল। কীভাবে এটা ঘটলো তা খতিয়ে দেখতে ডিপার্টমেন্ট অব কানাডিয়ান হেরিটেজকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আহমেদ হুসেইন। সেই সঙ্গে তহবিলের আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করতে বলেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.