
টরন্টোতে নতুন ২৬০টি বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেল সরকার। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ৮৬টি বাড়ি হবে সাশ্রয়ী মূল্যে।
ফেডারেল হাউজিং অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন মন্ত্রী আহমেদ হুসেন ড্যাভেনপোর্টের এমপি জুলি জেরোভিক্স, ইটোবিকেক-লেকশোরের এমপি জেমস মালোনি, টরন্টো মেয়র জন টরি ও ডেপুটি মেয়র আনা বাইলাওকে পাশে নিয়ে এই ঘোষণা দেন। ১০ কোটি ৫৫ লাখ ডলারের ফেডারেল র্যাপিড হাউজিং ইনিশিয়েটিভের (আরএইচআই) অংশ হিসেবেই এ ঘোষণা।
আহমেদ হুসেন শুক্রবারের সংবাদ সম্মেলনে বলেন, বাড়িগুলো তাদের বাসিন্দাদের স্থিরতা ও নিরাপত্তা দেবে। অন্যভাবে বললে, আমাদের ন্যাশনাল হাউজিং স্ট্র্যাটেজি হলো গৃহহীণ থাকবে না একজনও।
সাতটি পৃথক প্রকল্প এলাকায় বাড়িগুলো নির্মাণ করা হবে। এর মধ্যে ১৩৬ কিংসটন রোডের বাড়িগুলো নির্মাণে ব্যয় করা হবে ৯৫ লাখ ডলার, ৫২৫ মারখাম রোডে ২ কোটি ৬৬ লাখ ডলার, ২৫ অগস্টা এভেনিউয়ে ১ কোটি ২৫ লাখ ডলার, ৬০ বাউডেন স্ট্রিটে ১ কোটি ৯৮ লাখ ডলার, ১৫০ এইটথ স্ট্রিটে ৩ কোটি ১০ লাখ ডলার, ১১২০ ওসিঙ্গটন এভিনিউয়ে ৪৫ লাখ ডলার এবং ১০৮০ কুইন স্ট্রিট ইস্টের বাড়িগুলো নির্মাণে ব্যয় হবে ১৬ লঅখ ডলার।
সরকার বলছে, কিছু ব্যতিক্রমসহ তহবিল জোগান দেওয়ার ১২ মাসের মধ্যে বাড়িগুলোর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আরএইচআই হচ্ছে ফেডারেল সরকারের ন্যাশনাল হাউজিং স্ট্র্যাটেজির (এনএইচএস) অধীনে ২৫০ কোটি ডলারের কর্মসূচি।