
ওন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের অন্তর্বর্তীকালীন অফিসিয়াল অপজিশন নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র নেতা পিটার ট্যাবুন্স ডেপুটি লিডার হিসাবে ডলি বেগম এমপিপি’র নাম ঘোষণা করেছেন। গত জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েস্ট হতে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।
অন্তর্বর্তীকালীন এনডিপি নেতা পিটার ট্যাবুন্স ক্রিটিক পোর্টফলিও এবং অফিসিয়াল অপজিশনের জন্য অতিরিক্ত মূল ভূমিকাও নির্ধারণ করেছেন।
ডলি বেগম ইমিগ্রেশন সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়ালের জন্য অফিসিয়াল অপজিশনের ক্রিটিক হিসাবে তার ভূমিকা অব্যাহত রাখবেন। তিনিই প্রথম মেয়াদে অন্টারিওতে হেলথকেয়ার প্রফেশনালসহ আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত পেশাদারদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে এমন আইন প্রণয়নের জন্য কমিউনিটি নেতা, ইন্টারন্যাশনালী ট্রেইন্ড প্রফেশনালস এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির সাথে কাজ করেছিলেন।
এই গৌরবজনক নিয়োগ লাভের পর এক প্রতিক্রিয়ায় ডলি বেগম বলেন, আমি অফিসিয়াল অপজিশনের ডেপুটি লিডার হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত। এটি একটি বিশাল সুযোগ এবং দায়িত্ব যা আমি হালকাভাবে নিই না। আমরা সরকারকে জবাবদিহি করতে এবং সকল স্তরের অন্টারিওবাসীদের দাবী কুইন্স পার্কে(পার্লামেন্টে) উপস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমি এমন একটি প্রদেশ গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাব যেখানে আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনার ন্যায্যতার অধিকার এবং সফল হওয়ার সুযোগ রয়েছে । আমরা ইন্টারন্যাশনালী ট্রেইন্ড প্রফেশনালস মাইগ্রেন্ট ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং যারা এসেছে একটি ভাল ভবিষ্যতের আশা নিয়ে আমাদের মহান প্রদেশে, যারা আসবে তাদের পক্ষে কথা অব্যাহত রাখব ।