
সম্মিলিত চেষ্টায় টরন্টোতে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে নগরীতে কমিউনিটিভিত্তিক ভ্যাকসিন ক্লিনিকের প্রথমটি রোবরার অনুষ্ঠিত হয়েছে। গে মেন’স সেক্সুয়াল হেলথ অ্যায়ায়েন্স (জিএমএসএইচ) ও অন্যান্য কমিউনিটি সংগঠনের অংশীদারিত্বের ভিত্তিতে টরন্টো পাবলিক হেলথ (টিপিএইচ) পরিচালিত এই কর্মসূচির উদ্দেশ্য হলো মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ভাইরাসটি থেকে সুরক্ষা দেওয়া। এছাড়া যাদের আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার ও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকি আছে তাদেরকে সুরক্ষা দেওয়াও এর উদ্দেশ্য।
মাঙ্কিপক্সের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ইমভ্যামিউন ভ্যাকসিন প্রয়োগের অন্তবর্তী একটি নির্দেশিকা ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন (এনএসিআই) গত ১০ জুন প্রকাশ করেছে। স্মলপক্স, মাঙ্কিপক্ষ ও অন্যান্য অর্থোপক্স ভাইরাস সংক্রান্ত সংক্রমণে ২০২০ সালে ১৮ বছর ও তার বেশি বয়সীদের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দিয়েছে হেলথ কানাডা।
গত শুক্রবার পর্যন্ত টরন্টোতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা চিল ১১ জন। মাঙ্কিপক্স এমন একটি ভাইরাস যা সংক্রমিত পোশাক ও বিছানা অথবা রেস্পিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তবে সেজন্য দীর্ঘ সময় পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকতে হয়। আক্রান্ত প্রাণি কামড়ালে বা আচড় দিলেও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।
টিপিএইচ গত ১২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, লিঙ্গ পরিচয় যাই হোক না কেন যে কোনো ব্যক্তিই বডি ফ্লুইড বা সংক্রমিত জিনিসপত্র বিনিময়ের মাধ্যমে মাঙ্কিপক্স ছড়াতে পারেন। তবে এবারের সংক্রমণে বেশ কিছু দেশে সমকামী, বাইসেক্সুয়াল এবং যেসব পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌনকর্ম করেছেন তারাই আক্রান্ত হয়েছেন। এর উপসর্গ হচ্ছে র্যাশ ওঠা, মাথা ব্যথা, মাংশপেশীর ব্যথা, অবসন্নতা ও লিম্ফ নোড ফুলে যাওয়া। লক্ষণ দেখা দেওয়ার কয়েকদিনের মধ্যেই র্যাশ উঠতে দেখা যায়। মুখ দিয়ে শুরু হয়ে শরীরের অন্যনান্য অংশেও তা ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসা ছাড়াই অধিকাংশ মানুষ মাঙ্কিপক্স থেকে সেরে ওঠে।
কারও মধ্যে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ দেখা দিলে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তা স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জানানোর অনুরোধ করা হয়েছে।
শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরিধানের মাধ্যমে মাঙ্কিপক্সে আক্রান্তের ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে। বাড়িতে ব্যবহৃত সাধারণ জীবানুনাশকও মাঙ্কিপক্স ভাইরাস ধ্বংস করতে সক্ষম। এ ব্যাপারে আরও তথ্য পেতে টরন্টো সিটির মাঙ্কিপক্স ওয়েবপেজ ভিজিট করা যেতে পারে। অথবা অনলাইনে টিপিএইচের হেলথ কানেকশনে বা ৪১৬-৩৩৮-৭৬০০ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। পাবলিক হেলথ কানাডা বা জিএমএসএইচের ওয়েবসাইট থেকেও মাঙ্কিপক্স সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।