
ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমোতে ডার্ক ওয়েব মাদক চোরাচালান চক্র পরিচালনার অভিযোগ ভ্যানকুভার আইল্যান্ড থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৯ সালে শুরু হওয়া গোপন তদন্ত শেষে তাদেরকে গ্রেপ্তার করা হলো।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলওয়েসওভারওয়েট পরিচয় দেওয়া এক ভেন্ডর মাদক বিক্রির জন্য ক্রিপ্টোকারেন্সি ও এনক্রিপ্টেড মেজেসিং অ্যাপ্লিকেশন ব্যবহার করত। এসবের মাদকের মধ্যে রয়েছে মেথামফেটামিন, অক্সিকোডোন, কোকেন, এমডিএমএ, জানাস ও ফেন্টানি, যা হেরোইন হিসেবে পরিচিত।
আরসিএমপির সংঘবদ্ধ অপরাধ বিভাগ ডার্ক ওয়েবকে ইন্টারনেটের তৃতীয় গোপন স্তর বলে উল্লেখ করেছে। এর অবস্থান ওপেন ওয়েব ও ডিপ ওয়েবেরও নিচে। ব্যবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্ট গোপনকারী বিশেষ ব্রাউজারের মাধ্যমে ওয়েবে প্রবেশ করা যায়।
পুলিশ বলছে, তারা অপরাধী চক্রটির ডিজিটাল প্রতিবন্ধকতা ভাঙতে সক্ষম হয়েছে এবং ভেন্ডরদের ঠিকানা হিসেবে ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমোকে চিহ্নিত করতে পেরেছে। সেখানে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা বিভিন্ন ধরনের মাদক, প্যাকেজিং, মেইলিং খাম, নথি, নগদ অর্থ, কম্পিউটার ও ডাটা সংরক্ষণ ডিভাইস জব্দ করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই তিন ব্যক্তিকে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭ জুন তাদের আদালতে হাজির করা হয়।