শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

প্রবীণদের সাথে বায়েসের মিলনমেলা

- Advertisement -
বাঙালী অধ্যুষিত ডেনফোর্থ এভিনিউ এর লবঙ্গ রেষ্টুরেন্টে ২৪ এপ্রিল সন্ধায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

টরন্টোয় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রবীণদের সাথে এক মিলনমেলায় মিলিত হয়েছিল বেঙ্গলি ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস)। বাঙালী অধ্যুষিত ডেনফোর্থ এভিনিউ এর লবঙ্গ রেষ্টুরেন্টে ২৪ এপ্রিল সন্ধায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

বায়েসের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, দুই বছরের অধিক সময় কভিডের কারনে আমরা সবাই সরাসরি একত্রিত হতে পারিনি। এটা সবার জন্য আনন্দের যে আমরা আমাদের একাকিত্ব কাটিয়ে আবার কমিউনিটির প্রবীণদের সাথে একত্রিত হয়েছি। তিনি সংক্ষেপে বায়েসের বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উপস্থিত সবাইকে অবহিত করেন।

- Advertisement -

বায়েসের পরিচালক গোলাম মোস্তফা প্রবীণদের নিয়ে বায়েসের চলমান একটি প্রকল্পের বিষয়টি উপস্থাপন করেন। বিশেষ করে প্রবীণগণ কীভাবে একে অপরকে মেন্টরিং এর মাধ্যমে সহায়তা করতে পারে তা ব্যাখ্যা করেন।

আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যভ্যস নিয়ে বলেন, ইয়র্ক ইউনিভার্সিটির এডজাঙ্কট প্রফেসর ও গবেষক ড. একেএম আলমগীর। তিনি রোজার উপকারিতা, পুষ্টিকর ও পরিমিত খাবারের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে ইফতার পরিবেশন করা হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.