শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

ইহুদি বিদ্বেষ বৃদ্ধিকে অগ্রহণযোগ্য বললেন জন টরি

- Advertisement -
টরন্টো মেয়র জন টরি

টরন্টো সিটিতে ইহুদি বিদ্বেষের ঘটনা বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে সরব হলেন মেয়র জন টরি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি এটা পরিস্কার করে বলছি, ইহুদি বিদ্বেষ মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটা সহ্য করা হবে না।

মেয়র জন টরি মঙ্গলবার নগরীর ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। কাউন্সিলর জেমস পাস্তারনেক, জশ কোল, জশ ম্যাথিউ ও পুলিশ প্রধান জেমস রেমার এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

সাম্প্রতিক সময়ে নগরীতে ইহুদিদের হয়রানি করার একাধিক ঘটনা ঘটেছে। কেনসিংটন মার্কেটে একজন ইহুদির দোকান ভাংচুরের ঘটনা তার একটি। গ্রেটার টরন্টোর ইউজেএ ফেডারেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, শুধু মে মাসেই গ্রেটার টরন্টো এরিয়াতে ইহুদি বিদ্বেষের ৫০টির বেশি ঘটনা ঘটেছে। এর আগের কয়েক মাসের তুলনায় এটা পাঁচ গুন। এসব ঘটনার মধ্যে আছে অ্যানেক্সে ইহুদি বাড়ির সামনে উচ্ছেদের নোটিশ টানিয়ে দেওয়া। ইহুদি পরিবারগুলোকে হয়রানির পাশাপাশি তাদেরকে শিশু হত্যাকারী হিসেবে সম্বোধনের ঘটনাও ঘটেছে।

গাজা ভূখ-ে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সংঘাতের সময় ইহুদিদের উদ্দেশ্য করে বিদ্বেষমূলক ঘটনা বেড়ে যায়। হামাস জেরুজালেম লক্ষ্য করে রকেট ছোড়ার পর ১০ মে দুই পক্ষের সংঘাত চরম আকার ধারণ করে। যুদ্ধ চলাকালে ইসরায়েলি শহর লক্ষ্য করে হামাস ৪ হাজারের বেশি রকেট নিক্ষেপ করে। অন্যদিকে ইসরায়েল গাজার এক হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যুদ্ধে আড়াইশোর বেশি মানুষ প্রাণ হারায়। তাদের বেশিরভাগই গাজার বাসিন্দা। পাশাপাশি গাজার গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাও এ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে।

এই যুদ্ধের ফলে গ্রেটার টরন্টো এরিয়াতে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং কখনও কখনও ইসরাইল ও ফিলিস্তিনপন্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষও দেখা দেয়। ইউজেএর প্রতিবেদন বলছে, ইসরায়েলের সমালোচনা করা ইহুদি বিদ্বেষের মধ্যে না পড়লেও শেষ পর্যন্ত এটা ইহুদি বিদ্বেষের দিকে নিয়ে যায়।

টরন্টো পুলিশের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, ইহুদিরা টরন্টোর মোট জনসংখ্যার মাত্র ৩ দশমিক ৮ শতাংশ হলেও গত বছর মোট হেট ক্রাইমের প্রায় ৩০ শতাংশই ছিল তাদের লক্ষ্য করে। যেকোনো জাতিগোষ্ঠীর মধ্যে এটা সর্বোচ্চ।

বর্ণবাদ ও বৈষম্যমূলক বেড়ে যাওয়াসহ বৈশি^ক মেরুকরণ স্থানীয়ভাবে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ার কারণ বলে মনে করেন মেয়র জন টরি। তিনি বলেন, টরন্টোর সব কমিউনিটির, টরন্টোকে যারা তাদের বাড়ি বলে মনে করি আমি তাদের মেয়র। এ কারণেই আমি ইহুদি কমিউনিটির সঙ্গে বৈঠক করেছি। কৃষ্ণাঙ্গ বিদ্বেষী বর্ণবাদ নিয়ে কৃষ্ণাঙ্গ কমিউনিটির সঙ্গেও আমি বসবো। আগামীতে মুসলিম ও এশিয়ান কমিউনিটির সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে আমার। টরন্টো নগরীতে ঘটা ইসলামোফোবিয়া ও এশিয়ানবিরোধী বর্ণবাদ নিয়ে আলোচনা করতে চাই তাদের সঙ্গে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.