
স্কারবোরোর একটি হাইস্কুলের বাইরে আবারও ইহুদি বিদ্বেষী গ্রাফিতির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছে টরন্টো পুলিশ।
টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) মুখপাত্র রায়ান বার্ড এক বিবৃতিতে বলেছেন, বির্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটে গ্রাফিতিটি পাওয়া গেছে। স্কুলটির অবস্থান বির্চমাউন্ট রোড ও ড্যানফোর্থ এভিনিউয়ের সন্নিকটে। ঘৃণাত্মক এ কাজটি গত সপ্তাহে অন্য স্কুলগুলোতে ঘটে যাওয়া ঘটনার মতোই, পুলিশ যা তদন্ত করে দেখছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি এবং সম্প্রতি কম্ব্যাটিং হেট অ্যান্ড রেসিজম স্টুডেন্ট লার্নিং কৌশল প্রকাশের পাশাপাশি ইহুদি বিদ্বেষ মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিয়েছে টিডিএসবি। এছাড়া বাড়তি পেশাদারিত্বের শিক্ষাও দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই ইহুদি বিদ্বেষের ওপর সুনির্দিষ্ট পাঠ থাকবে।
হেট ক্রাইমস ইউনিট পুরোপুরি এ ঘটনার তদংেন্তর সঙ্গে যুক্ত আছে বলে জানিয়েছেন টরন্টো পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেমস রেমার। এক টুইটে তিনি বলেছেন, এ ধরনের ঘটনার তদন্তের ব্যাপারে টরন্টো পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঘৃণাত্মক কার্যক্রমের কারণে এ সপ্তাহে বেশক কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টরন্টোর স্কুলে ইহুদি বিদ্বেষী বেশ কিছু ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু করেছে পুলিশ। গত সপ্তাহে টিডিএসবির পৃথক তিনটি স্কুলে প্রায় একই ধরনের ইহুদি বিদ্বেষী গ্রাফিতির সন্ধান পাওয়া যায়। তিনটি ঘটনার একটির সঙ্গে জড়িত এক সন্দেহভাজনের ভিডিও চিত্র প্রকাশ করেছে পুলিশ।
বার্ড বলেন, সাম্প্রতিক ইহুদি বিদ্বেষী ঘটনার পরিপ্রেক্ষিতে পাঠদানের পর স্কুলগুলোর নিরাপত্তা বাড়িয়েছে টিডিএসবি। পাঠদান চলাকালে বা পাঠদান শেষে স্কুল ভবনের ভেতরে বা আশপাশে সন্দেহজনক কোনো কর্মকা- দেখলে ৪১৬-৩৯৫-৪৬২০ নাম্বারে যোগাযোগ করতে অথবা পুলিশের কাছে ৪১৬-৮০৮-২২২২ নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে টিডিএসবি।
এ সপ্তাহের গোড়ার দিকে নিউমার্কেট এলাকায় তিনটি স্কুলে ইহুদি বিদ্বেষী ও কৃষ্ণাঙ্গ বিরোধী গ্রাফিতি দেখা গেছে। ইয়র্ক রিজিয়নাল পুলিশ ঘটনাগুলো খতিয়ে দেখছে।