শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

ভিন্ন ভিন্ন ব্যবসাকে ভাড়া দেওয়া বন্ধ করছে রিওক্যান

- Advertisement -
রিওক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাথন গিটলিন বৃহস্পতিবার বলেন, কারা তােেদর স্থান ভাড়া নিচ্ছে সেদিকে ঘনিষ্ঠ নজর রাখছে টরন্টোভিত্তিক বাণিজ্যিক ভবনের মালিকরা

ভিন্ন ভিন্ন ব্যবসার জন্য স্থান ভাড়া বন্ধ করছে রিওক্যান রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। কোভিড-১৯ এর বিশৃঙ্খলা সামলে উঠতে সক্ষম ব্যবসা প্রতিষ্ঠানকে নিজেদের জায়গায় সুযোগ দিতেই এ সিদ্ধান্ত।
রিওক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাথন গিটলিন বৃহস্পতিবার বলেন, কারা তােেদর স্থান ভাড়া নিচ্ছে সেদিকে ঘনিষ্ঠ নজর রাখছে টরন্টোভিত্তিক বাণিজ্যিক ভবনের মালিকরা। আমাদের ভবনে বিভিন্ন ধরনের ব্যবসার জন্য স্থান ভাড়া দেওয়া আছে। প্রাসঙ্গিক থাকতে ও ভোক্তাদের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রতিনিয়ত বদলানো দরকার। প্রয়োজনভিত্তিক বিক্রেতার দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।

কোন ধরনের ভাড়াটিয়া এর বলি হবে সে ব্যাপারে কিছু বলেননি গিটলিন। তবে মুদি দোকান, ফার্মেসি, মদের দোকানের প্রতি আস্থার বিষয়টি উল্লেখ করেন তিনি। কোম্পানির মোট ভাড়াটিয়ার ২০ শতাংশেরও কম।
এমন এক সময় গিটলিন এ মন্তব্য করলেন যখন কানাডিয়ান খুচরা বিক্রেতারা দুই বছর ধরে কঠোর লকডাউন ও সতর্ক উন্মুক্তকরণের মধ্যে ঝুলছেন। দ্রুত বদলে যাওয়া বিধিনিষেধ অনেক খুচরা বিক্রেতাকে ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য করবে। অথবা ব্যবসার ধরন বদলানোর বিষয়ে ভাবতে হবে তাদের।

- Advertisement -

এদিকে কোম্পানিটি বুধবার জানিয়েছে, সাম্প্রতিক প্রান্তিকে তাদের ভাড়া সংগ্রহের হার ৯৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকে এ হার ছিল ৯৬ দশমিক ২ শতাংশ। কোম্পানির ২০৭টি ভবনে অকুপেন্সি হার চতুর্থ প্রান্তিকে ৯৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। আগের বছরের একই প্রান্তিকে এ হার ছিল ৯৫ দশমিক ৭ শতাংশ।
৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ২০ কোটি ৮৮ লাখ ডলার। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে মুনাফা হয়েছিল যেখানে ৬ কোটি ৫৬ লাখ ডলার। এর ফলে কোম্পানির শেয়ারের দামও ৫৮ সেন্ট বেড়ে ২৩ দশিমক ২৫ ডলারে লেনদেন হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.