মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-1.5 C
Toronto

Latest Posts

প্রযুক্তি নয়, শিশুদের শয়নকালে বই-ই সেরা

- Advertisement -
ছবি/ তানাহপং প্যাচিন্দা, আনসপ্লাশ

আপনার শিশুর শয়নকালে আধুনিক প্রযুক্তির তুলনায় বই-ই সেরা। ইউনিভার্সিটি অব মিশিগানের এক গবেষণা এমনটাই বলছে।

২৪ থেকে ৩৬ মাস বয়সী সন্তান আছে এমন মা-বাবার ওপর পরিচালিত সমীক্ষাটি সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স সাময়িকীতে প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ট্যাবলেটের তুলনায় মূল বই থেকে পড়লে শিশুরা এর সঙ্গে বেশি সংযুক্ত থাকে। শিশুরা বই পড়লে বাবা-মা তাদের সঙ্গে বেশি কথা বলেন এবং তারাও এতে সাড়া দেন। যেমনটি ট্যাবলেটে পড়লে হয় না।

- Advertisement -

গবেষণার লেখকরা বলেন, আধুনিক পারিবারিক জীবনে ট্যাবলেট ও মোবাইল ডিভাইসের প্রাধান্য সবচেয়ে বেশি। বাবা-মার চেষ্টা সত্ত্বেও শিশুদের জন্য উপযোগী করে তৈরি অ্যাপভিত্তিক ফিচার মানসিকভাবে সমৃদ্ধ কথপোকথন উন্নয়নে বিঘœ সৃষ্টি করে। গবেষণায় দেখান গেছে, ছাপা বইয়ের পরিবর্তে ট্যাবলেটে ছড়া পড়ার সময় শিশুরা বাবা-মার কথা সাড়া দেয় কম।

গবেষণার জন্য গুগল প্লে স্টোরে প্রাপ্ত তিনটি অ্যাপ ব্যবহার করা হয়। পাশাপাশি ব্যবহার করা হয় একই ছড়ার ছাড়া বই। ট্যাবলেটে বিষয়বস্তুর সঙ্গে শিশুদের সংযোগ বিচ্ছিন্নতার কারণ হিসেবে অ্যানিমেশন, বিজ্ঞাপন ও পপ-আপকে দায়ী করা হয়।

উল্লেখ্য, গবেষণায় অংশ নেওয়া ৯৩ শতাংশই মা। বাকি ৭ শতাংশ বাবা।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.