
এ বছর টরন্টোতে সবচেয়ে বেশি চুরি হওয়া ১০টি গাড়ির তালিকা প্রকাশ করেছে টরর্নেটা পুলিশ
এ বছর টরন্টোতে সবচেয়ে বেশি চুরি হওয়া ১০টি গাড়ির তালিকা প্রকাশ করেছে টরর্নেটা পুলিশ। বুধবার প্রকাশিত ওই তালিকায় দেখা গেছে, ২০২১ সালে টরন্টোতে সবচেয়ে বেশি চুরি হয়েছে হোন্ডা সিআর-ভি মডেলের গাড়িটি। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই মডেলের গাড়ি চুরির ৬৫৪টি ঘটনা ঘটেছে।
এছাড়া লেক্সাস আরএক্স৩৫০ মডেলের ৪১৮, হোন্ডা সিভিক মডেলের ২৬০, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার মডেলের ২২৫, টয়োটা হাইল্যান্ডার মডেলের ২০০, ফোর্ড এফ১৫০ মডেলের ১৭৬, হোন্ডা অ্যাকর্ড মডেলের ১৪৫, টয়োটা করোলা মডেলের ১২৩, টয়োটা র্যাভ মডেলের ৭০ এবং হুন্দাই এলান্ত্রা মডেলের গাড়ি চুরির ৬২টি ঘটনা ঘটেছে।
গাড়ি চুরি বন্ধ করতে বাসিন্দারা যাতে কিছু পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছে টরন্টো পুলিশ। পার্কিংয়ের সময় গাড়ির সব দরজা-জানালা পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া পার্কিং যাতে আলো আছে ও সহজে দেখা যায় এমন জায়গায় করা সেটা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়িতে থাকলে সম্ভব হলে পার্কিং গ্যারেজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মালিকানা ও ইন্স্যুরেন্স কার্ড কোনোমতেই যাতে গাড়ির মধ্যে না রাখা হয় সেটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পুলিশ।
তবে চুরির নতুন কৌশল অবলম্বন করছে চোরেরা। এ নিয়ে ইয়র্ক পুলিশ গত সপ্তাহে বিস্তারিত প্রকাশ করে। সেখানে বলা হয়, চোরেরা গাড়ি ট্র্যাকিংয়ের জন্য অ্যাপল প্রযুক্তি ব্যবহার করছে এবং শেষ পর্যন্ত এলাকার বিলাসবহুল গাড়ি হাতিয়ে নিচ্ছে।
তদন্তকারীরা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেপ্টেম্বর থেকে অন্তত পাঁচটি ঘটনার কথা তারা জানতে পেরেছেন, যাতে সন্দেহভাজনরা গাড়ির আশপাশে অ্যাপল এয়ারট্যাগ লুকিয়ে রাখে। চোরেরা এরপর মালিকের বাড়ির কোথায় গাড়িটি আছে এয়ারট্যাগ ব্যবহার করে ফাইন্ড মাই অ্যাপের মাধ্যমে তা সনাক্ত করে। অবস্থান জানার পর চোরেরা স্ক্রুড্রাইভার ব্যবহার করে চালকের পাশের দরজা দিয়ে গাড়িতে অবস্থান নেয়। একবার গাড়ির ভেতরে প্রবেশ করার পর ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে ফ্যাক্টরি রিসেট দেওয়া হয়। সেখান থেকে সন্দেহভাজনের সঙ্গে থাকা চাবি প্রোগ্রামিংয়ের মাধ্যমে গ্রহণযোগ্য করে তোলা হয়। এরপর গাড়ি চালু করা হয়।
ইয়র্ক রিজিয়নাল পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে বিভিন্ন পন্থায় এলাকায় ২ হাজার গাড়ি চুরি করা হয়েছে।