
সম্প্রতি অনলাইনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কানাডা থেকে পাঁচ জন লেখক, আমেরিকার ডালাস থেকে বাংলাদেশে রাইটার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবি ইউসুফ রেজা, বাংলাদেশ থেকে বাংলাদেশ রাইটার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কবি শ্যামসুন্দর সিকদার ও রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং বাংলা একাডেমি’র মহাপরিচালক জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা। সভার শুরুতে কবি মৌ মধুবন্তী সকলকে পরিচয় করিয়ে দেন। এরপর কবি মুহম্মদ নুরুল হুদা ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’ গঠন ও কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি বলেন ‘সুন্দর পৃথিবী চাই, সৃজনশীলতার বিকাশ চাই’ এই বক্তব্যকে সামনে রেখে স্বাধীনতার সপক্ষের লেখকদের নিয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা শাখার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় উপস্থিত সকলে স্ব স্ব মতামত ব্যাক্ত করেন।
সবশেষে জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা নিম্নলিখিত সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ রাইটার্স ক্লাব ক্যানেডা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেন-
কবি মৌ মধুবন্তী (টরন্টো) – সভাপতি, কবি আলী আজগর খোকন (টরন্টো) – সদস্য সচিব, কবি নয়ন হাফিজ (টরন্টো) – সদস্য, কবি মোয়াজ্জেম খান মনসুর (টরন্টো) – সদস্য, কবি অনিররুদ্ধ আলম (টরন্টো) – সদস্য, কবি সুলতানা শিরিন সাজি (অটোয়া) – সদস্য এবং লেখক সদেরা সুজন (মন্ট্রিয়াল) – সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।