শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

কয়লা পরিত্যাগের ঘোষণা কানাডার

- Advertisement -
প্রাকৃতিক সম্পদ বিষয়ক ফেডারেল মন্ত্রী জোনাথন উইলকিনসন

২০২২ সাল শেষে কয়লা, জ¦ালানি তেল ও গ্যাস উন্নয়নে সরকারি অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও ২১টি দেশের যে ঘোষণা তার সঙ্গে যোগ দিয়েছে কানাডাও। এর পরিবর্তে বিনিয়োগ করা হবে নবায়নযোগ্য জ¦ালানি খাতে।
প্রাকৃতিক সম্পদ বিষয়ক ফেডারেল মন্ত্রী জোনাথন উইলকিনসন একে বড় ধরনের ঘোষণা বলে উল্লেখ করেছেন। কপ-২৬ এর ভেন্যু স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তিনি বলেন, বিশে^র অনেক দেশই যে জীবশ্ম জ¦ালানি উত্তোলন ও উন্নয়নে সরকারি অর্থায়ন না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এটা তারই ইঙ্গিত।
পরিবেশবাদীরাও একে স্বাগত জানিয়েছেন। পরিবেশবাদী আইনী প্রতিষ্ঠান ইকোজাস্টিসের অ্যালান এন্ড্রুস বলেন, এর মধ্য দিয়ে কানাডা জীবশ্ম জ¦ালানির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং এর বৈশি^ক উৎপাদ ও ব্যবহার বন্ধের বিষয়টিতে স্বীকৃতি দিল।
তবে শিল্প গ্রুপগুলোর এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব পেট্রোলিয়াম প্রডিউসার্সের জে অ্যাভেরিল বলেন, আমরা মনে করি কানাডার মতো দায়িত্বশীল জ¦ালানি উৎপাদকদের বৈশি^ক জ¦ালানি চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা রয়েছে।
চুক্তির ব্যাপারে বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে চুক্তিতে স্বাক্ষরকারীরা নতুন কোনো আন্তর্জাতিক জীবশ্ম জ¦লানি উন্নয়নে কোনো সরকার বা সরকারি সংস্থার অর্থায়নে ঋণ দেওয়া, ঋণের গ্যারান্টি দেওয়া, অনুদান দেওয়া, শেয়ার কেনা ও বিমা সুবিধা দেওয়া বন্ধের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।
জীবাশ্ম জ¦ালানিতে অর্থায়নের বিষয়টিতে নজর রাখে অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। তারা বলছে, বছরে প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার ঢালা হয় এসব প্রকল্পে। নতুন চুক্তির ফলে এর মধ্যে ২ হাজার ২০০ কোটি ডলার ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা যায়।
তবে কানাডায় বিষয়টি বেশ জটিল। কারণ, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা এ ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের প্রকল্পে অধিকাংশ অর্থায়নই করা হয় এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার মাধ্যমে।
উইলকিনসন বলেন, নতুন চুক্তির ফলে এজেন্সির ১০০ কোটি ডলার অর্থায়ন ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে এ পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি। ওই অর্থ এখন নবায়নযোগ্য জ¦ালানির বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হবে। অবশ্যই এটা সম্ভাবনার দুয়ার খুলে দেবে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার এখন নেট-জিরো পোর্টফোলিওর দিকেই বেশি নজর।
সদ্য সমাপ্ত নির্বাচনী প্রচারণায় লিবারেল পার্টি ২০২৩ সালের মধ্যে জীবাশ্ম জ¦ালানিতে ভর্তুকি বন্ধের ঘোষণা দিয়েছে। এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডাও ২০২৩ সালের মধ্যে কার্বনঘন খাতে সহায়তা ২০১৮ সালের তুলনায় ৪০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে ২০২২ সালের জুলাই নাগাদ টেকসই অর্থায়ন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে সংস্থাটি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.