শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

টরন্টোর এক পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

- Advertisement -

অর্গানাইজড ক্রাইম এনফোর্সমেন্ট ইউনিটের এক সদস্যকে ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে টরন্টো পুলিশ। ওই সদস্যেল বিরুদ্ধে মাদক-সংক্রান্ত তদন্তের গোপন তথ্য এক সন্দেহভাজনের কাছে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

- Advertisement -

টরন্টো পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ৪ অক্টোবর। ওই সময় টরন্টো পুলিশের এক কর্মকর্তা এক সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। ইয়র্ক রিজিয়নাল পুলিশ মাদকের যে তদন্ত পরিচালনা করছিল ওই ব্যক্তির তা একজন সন্দেহভাজন। তাদের মধ্যে যোগাযোগটা চলছিল টেলিফোন ও মেসেজিং অ্যাপের মাধ্যমে।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই সন্দেহভাজন গোপন তথ্য সরবরাহের বিনিময়ে পুলিশ কর্মকর্তাকে অর্থ প্রস্তাব করেন। ওই পুলিশ কর্মকর্তা পরে কাক্সিক্ষত তথ্যটি সরবরাহ করেন।

টরন্টো পুলিশ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহজনক কথোপকথন ও মেসেজের ব্যাপারে ২০১৮ সালের অক্টোবরেই ইয়র্ক রিজিয়নাল পুলিশ টরন্টো পুলিশ সার্ভিসকে সদর্ক করেছিল। এর পরপরই পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ইউনিট এ ঘটনার তদন্ত শুরু করে।

এ ঘটনায় ২০১৮ সালের অক্টোবরেই ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কনস্টেবল ব্রায়ান কোরেয়ার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর তার আদালতে হাজির হওয়ার দিন ধার্য্য আছে।

এছাড়া পুলিশ সার্ভিস অ্যাক্টের আওতায় তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, অমর্যাদাকর কাজ ও দায়িত্বে অবহেলার অভিযোগও আনা হয়েছে। কোরেয়া ২১ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত এবং পুলিশ সার্ভিস অ্যাক্ট অনুযায়ী বেতনসহ তাকে বরখাস্ত অবস্থায় রাখা হয়েছে।

টরন্টো পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী হল্টন রিজিয়নের বাসিন্দা গর্ডন ব্রডহেডকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও ঘুষ প্রদানের অভিযোগ আনা হয়েছে। তাকেও ২১ ডিসেম্বর আদালতে তোলার দিন ধার্য্য রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.