শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
8.4 C
Toronto

Latest Posts

৮ ও ৯ সেপ্টেম্বর বিতর্কে অংশ নেবেন নেতারা

- Advertisement -
ফাইল ছবি

বিভিন্ন পার্টির ফেডারেল নেতারা আগামী মাসে বিতর্কে অংশ নিতে যাচ্ছেন, যা টেলিভিশনে সম্প্রচারিত হবে। ফ্রেঞ্চ ভাষায় বিতর্কটি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। রেডিও কানাডার প্যাট্রিস রয় বিতর্কটি সঞ্চালনা করবেন। ইংরেজি ভাষার বিতর্কটি হবে ৯ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত।

এই বিতর্কটি সঞ্চালনা করবেন অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট শাচি কুর্ল। দুটি বিতর্কের ভেন্যুই কুইবেকের গাটিনোর দ্য কানাডিয়ান মিউজিয়াম অব হিস্টরি। মিডিয়া অর্গানাইজেশনগুলোর একটি জোট বিতর্ক দুটি প্রযোজনা করবে।

- Advertisement -

গত জুন মাসে দ্য লিডার’স ডিবেটস কমিশন জানায়, বিতর্কে আমন্ত্রিত হওয়ার যোগ্যতা হিসেবে কোনো রাজনৈতিক দলের তিনটি শর্তের একটি অন্তত থাকতে হবে। শর্তগুলোর একটি হলো কোনো দলীয় ব্যানারে কাউকে নির্বাচিত হয়ে হাউজ অব কমন্সে প্রতিনিধিত্ব করতে হবে।

দ্বিতীয় শর্তটি হচ্ছে ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলের প্রার্থীদের প্রদত্ত ভোটের অন্তত ৪ শতাংশ পেতে হবে। অথবা নির্বাচনের তারিখ ঘোষণার পাঁচদিন পর কোনো জনমত জরিপে তার পক্ষে অন্তত ৪ শতাংশ ভোট থাকতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.