বুধবার, মে ১, ২০২৪
16.1 C
Toronto

Latest Posts

বাড়ি বিক্রি কমেছে ১৮%

- Advertisement -
ফাইল ছবি

টরন্টোতে সেপ্টেম্বরে বাড়ি বিক্রি বছরওয়ারি ১৮ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড (টিআরআরইবি)। এছাড়া বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির সংখ্যা কমেছে ৩৪ শতাংশ।

বোর্ডের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, গত মাসে টরন্টো অঞ্চলে হাত বদল হয়েছে ৯ হাজার ৪৬টি বাড়ি। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় যা অনেকটাই কম। ওই সময় হাত বদল হয়েছিল ১১ হাজার ৩৩টি বাড়ি। তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বিক্রি অনেকটাই ভালো ছিল। টরন্টোতে আগস্টে বিক্রি হয়েছে সাকল্যে ৮ হাজার ৫৯৬টি বাড়ি।

- Advertisement -

আবাসন ব্যবসায়ীরা বলছেন, আগস্টে শিশুরা শ্রেনিকক্ষে না ফেরা, সীমান্তে বিধিনিষেধ শিথিল ও নতুন বাড়ির তালিকাভুক্তি শুরু না হওয়া পর্যন্ত গ্রাহকরা নতুন বাড়ি খোঁজা থেকে বিরত ছিলেন। তবে সেপ্টেম্বরে সে আশা পূরণ হয়নি। টিআরআরইবির তথ্য অনুযায়ী, সক্রিয় তালিকাভুক্তি অস্বাভাবিক কমে গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরের তুলনায় যা প্রায় ৫০ শতাংশ। ২০২০ সালের সেপ্টেম্বরে বিক্রির জন্য ১৮ হাজার ১৬৭টি বাড়ি তালিকাভুক্ত হলেও গত সেপ্টেম্বরে সংখ্যাটি ছিল মাত্র ৯ হাজার ১৯১। ২০২০ সালের আগস্টে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছিল ৮ হাজার ২০১টি বাড়ি।

টিআরআরইবির হিসাবে, গত মাসে বাড়ির দাম বেড়েছে গড়ে ১৮ দশমিক ৩ শতাংশ। ২০২০ সালের সেপ্টেম্বরে বাড়ির গড় দাম ৯ লাখ ৬০ হাজার ৬১৩ ডলার থাকলেও চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ডলারের বেশি। এর মধ্যে কন্ডো অ্যাপার্টমেন্টের গড় দাম দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৫২১, টাউনহাউজের ৯ লাখ ৯ হাজার ২২৬, সেমি-অ্যাটাচড বাড়ির ১১ লাখ ১৪ হাজার ৬৯৬ এবং ডিটাচড বাড়ির দাম ছিল ১৫ লাখ ২৬ হাজার ৪৬৫ ডলার।

গত ফেব্রুয়ারিতে বোর্ড এক পূর্বাভাসে বলেছিল, বছরের শেষ দিকে এ অঞ্চলে বাড়ির গড় দাম ১০ লাখ ২৫ হাজার ডলারে দাঁড়াতে পারে। গত বছর দাম ছিল যেখানে ৯ লাখ ২৯ হাজার ৬৯২ ডলার।

এছাড়া কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন গত মে মাসে এক পূর্বাভাসে বলেছিল, ২০২১ সালের শেষ দিকে জাতীয়ভাবে কানাডায় বাড়ির গড় দাম পৌঁছতে পারে ৬ লাখ ৪৯ হাজার ৪০০ ডলার। ২০২৩ সালে তা আরও বেড়ে দাঁড়াতে পারে গড়ে ৭ লাখ ৪ হাজার ৯০০ ডলারে। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.