শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.3 C
Toronto

Latest Posts

স্প্যাভরের ও কোভরিগের শুনালি

- Advertisement -
২০১৮ সালে চীনের হাতে বন্দী মাইকেল স্প্যাভর ও মাইকেল কোভরিগ…ছবি/ জাপান টাইমস এর সৌজন্যে

২০১৮ সালে চীনের হাতে বন্দী মাইকেল স্প্যাভর ও মাইকেল কোভরিগের শুনানি পৃথক আদালতে অনুষ্ঠিত হয়েছে। আলাস্কায় চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের পরদিন শুক্রবার মাইকেল স্প্যাভরের শুনানি অনুষ্ঠিত হয়। মাইকেল কোভরিগের শুনানি অনুষ্ঠিত হয় সোমবার।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী মার্ক গারনো বুধবার এক বিবৃতিতে বলেন, কোভরিগ ও স্প্যাভরকে মুক্ত করার বিষয়টি কানাডার সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে এবং নিরলসভাবে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা বিশ^াস করি, স্বেচ্ছাচারিভাবে চীন তাদেরকে আটকে রেখেছে। কানাডিয়ান কর্মকর্তারা দুই মাইকেল ও তাদের পরিবারকে কনসুলার সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।

- Advertisement -

আলাস্কায় বেইজিং ও ওয়াশিংটনের কূটনীতিকদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকের ঠিক আগে আগে শুনানির দিনক্ষণ ঘোষণা করায় বিষয়টি নিয়ে বেশ খানিকটা কৌতুহুল তৈরি হয়েছে। বৈঠকের আগের দিন বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করে, হুয়াওয়েসহ চীনের সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্ল্যাটফরম হিসেবে এ বৈঠককে ব্যবহার করবে চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের প্রস্তাবও দেবে দেশটি।

দুই মাইকেল নামে বিশ^ব্যাপী পরিচিত মাইকেল স্প্যাভর ও মাইকেল কোভরিগকে ২০১৮ সালের ডিসেম্বরে আটক করে চীন। হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে গ্রেপ্তারের ঠিক দুইদিন পর আটক করা হয় তাদের। মেংকে গ্রেপ্তারের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন দুই মাইকেলকে আটক করেছে বলে দাবি করে আসছে কানাডার মিত্ররা। ট্রাম্প-পরবর্তী যুগে কানাডার সঙ্গে সম্পর্ক মেরামতের অংশ হিসেবে দুই মাইকেলের সমর্থনে সম্প্রতি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.