শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

ভ্যাকসিনের বিরুদ্ধে ১৭% কানাডিয়ান বাবা-মা

- Advertisement -
কানাডায় গত পাঁচ বছরে সন্তানদের ভ্যাকসিন না দিতে চাওয়া বাবা-মায়ের সংখ্যা বেড়ে গেছে বলে অ্যাঙ্গাস রিডের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে

কানাডায় গত পাঁচ বছরে সন্তানদের ভ্যাকসিন না দিতে চাওয়া বাবা-মায়ের সংখ্যা বেড়ে গেছে বলে অ্যাঙ্গাস রিডের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, কানাডার প্রতি ছয়জন বাবা-মার মধ্যে একজন সন্তানদের ভ্যাকসিন দেওয়ার বিপক্ষে। ২০১৯ সালের তুলনায় এ হার চারগুণ বেশি।

এদিকে প্রতি দশজন কানাডিয়ানের মধ্যে সাতজন ভ্যাকসিনবিরোধী মনোভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এর ফলে অপ্রয়োজনীয় অসুস্থতা বেড়ে যাবে।

- Advertisement -

সমীক্ষায় আরও দেখা গেছে, স্কুলে শৈশবকালীন ভ্যাকসিনের প্রতি খুব কম মানুষেরই সমর্থন রয়েছে।

ভ্যাকসিনের সাহায্যে প্রতিরোধযোগ্য রোগ হামের বিশ^ব্যাপী বৃদ্ধির মধ্যে নতুন এই গবেষণা সামনে এল।

অ্যাঙ্গাস রিড ফোরামের সদস্য প্রাপ্ত বয়স্ক ১ হাজার ৬২৬ জন কানাডিয়ানের ওপর ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি সমীক্ষাটি চালানো হয়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.