শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

আর্ট গ্যালারির বিক্ষোভ পর্যালোচনা করে দেখছে টরন্টো পুলিশ

- Advertisement -
২ মার্চ সন্ধ্যায় অন্টারিওর আর্ট গ্যালারির অনুষ্ঠানটি ছিল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে বৈঠকের শেষ দিন

সপ্তাহান্তে অনুষ্ঠিত বিক্ষোভে অবৈধ কোনো কর্মকান্ড ঘটেছিল কিনা পর্যালোচনা করে দেখছেন টরন্টো পুলিশের তদন্তকারীরা। ওই বিক্ষোভের কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সফররত জি-৭ নেতাকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠান বাতিল হয়ে যায় বলে ৩ ফেব্রুয়ারি জানিয়েছে পুলিশ।

২ মার্চ সন্ধ্যায় অন্টারিওর আর্ট গ্যালারির অনুষ্ঠানটি ছিল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে বৈঠকের শেষ দিন। কিন্তু বিক্ষোভকারীরা ফিলিস্তিনপন্থী শ্লোগান দিতে থাকায়, প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় ও অনেক আমন্ত্রিতকে ভেতরে প্রবেশে বাধা দেওয়ায় আকস্মিকভাবে তা বাতিল হয়ে যায়।

- Advertisement -

ট্রুডোর কার্যালয় থেকে ২ ফেব্রুয়ারি বলা হয়, ট্রুডো বা মেলোনি কেউই ভেন্যুতে প্রবেশ করতে পারেননি। কিছু সময়ের জন্য ভেন্যুটি লকডাউন করে দেওয়া হয়। কোন প্রবেশ পথটি ফাঁকা আছে তা খুঁজে দেখতে পুলিশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনকে দুটি ব্লকে হাঁটতে দেখা যায়।

টরন্টো পুলিশ সার্ভিসের মুখপাত্র স্টেফানি সেয়ার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছিল। নিরাপত্তা দলকে জানানো হয় যে, পুলিশ কর্মকর্তারা ট্রুডো যাতে নিরাপদে ভবনে ঢুকতে পারেন সে ব্যবস্থা করতে প্রস্তুত। টরন্টো পুলিশ অনুষ্ঠান বাতিলের কোনো সুপারিশ করেনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলই এই সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত টরন্টো পুলিশ সার্ভিসের ছিল না এবং অনেক অতিথি ততক্ষণে ভেতরে অবস্থান করছিলেন।

সেয়ার বলেন, আর্ট গ্যালারি অব অন্টারিওর বাইরে প্রায় ৪০০ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। এ ঘটনায় কেউ আহত বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও ঠিক কী ঘটেছিল তার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

তিনি বলেন, ঘটনাটি আমরা পর্যালোচনা করে দেখছি। এবং বেআইনি কোনো কর্মকা-ের বিষয়টি যদি প্রতীয়মান হয় তাহলে পরবর্তীতে অভিযোগ গঠন করা হবে।
৩ মার্চ এ ব্যাপারে বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

ইসরায়েল-হামাস যুদ্ধে ফেডারেল সরকারের ভূমিকার সমালোচকরা এদিন ‘জাস্টিন ট্রুডো, তুমি মিথ্যাবাদী’-এই শ্লোগান দিতে থাকেন। এ সময় তারা তাকে ‘জেনোসাইড জাস্টিন’ বলে উল্লেখ করেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.