রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

অন্টারিওর সিটিগুলো ছুটি কাটানোর আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে

- Advertisement -
চলতি মাসে কানাডার অভ্যন্তরে হলিডে ভ্রমণে এয়ারবিএনবির তালিকায় আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টি

চলতি মাসে কানাডার অভ্যন্তরে হলিডে ভ্রমণে এয়ারবিএনবির তালিকায় আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টি। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৈশি^ক অনুসন্ধানের প্রবৃদ্ধির হিসাবে এই তালিকা করা হয়েছে। চেক-ইনের সময় বিবেচনায় নেওয়া হয়েছে ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফলাফলের জন্য আগের বছরের একই সময়ের উপাত্তের সঙ্গে এই উপাত্তের তুলনা করেছে এয়ারবিএনবি।

তালিকায় কানাডার মোট ১০টি শহর স্থান পেয়েছে। প্রিন্স এডওয়ার্ড কাউন্টি, কিচেনার ও উইন্ডসর এর মধ্যে অন্যতম। তালিকায় স্থান পাওয়া কানাডার অন্য শহরগুলোর মধ্যে রয়েছে কুইবেক সিটি, মন্ট্রিয়ল, উইনপেগ, সাস্কাটুন, হোয়াইটহর্স, কেলোনা এবং ভারনন।
এয়ারবিএনবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেট হোয়াইট নর্থ বিশাল এবং সুন্দর। সুতরাং এই ছুটির মৌসুমে কানাডিয়ান ভ্রমণকারীদের ভ্রমণ বৃদ্ধিতে অবাক হওয়ার কিছু নেই। তুষারাবৃত পর্বত থেকে শুরু করে স্বচ্ছ পানির হৃদÑএই শীতে কানাডিয়ানরা সারাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কানাডার শীতকালীন আকর্ষণগুলো উপভোগের ব্যস্ত হয়ে পড়ার জন্য তৈরি কানাডিয়ানরা।

- Advertisement -

কানাডিয়ান ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে কোনো তালিকা গত বছর প্রকাশ না করা হলেও টরন্টো আন্তর্জাতিক ভ্রমণকারীদের শীর্ষ গন্তব্যে স্থান করে নিয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধানের ভিত্তিতে এয়ারবিএনবি ছুটি কাটানোর অভ্যন্তরীণ আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি তালিকা তৈরি করেছে। নববর্ষের জন্য আকর্ষণীয় অভ্যন্তরীণ গন্তব্য হিসেবে তালিকায় শীর্ষস্থান দখল করেছে টরন্টো। শীর্ষ দশের তালিকায় আরও আছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টি ও সেন্ট ক্যাথারিন্স। কানাডিয়ান ভ্রমণকারীদের পছন্দের তালিকায় অন্য যেসব গন্তব্য স্থান করে নিয়েছে তার মধ্যে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার সিলভার স্টার মাউন্টেন, ব্রিটিশ কলাম্বিয়ার চিলিওয়াক, কুইবেক সিটির কুইবেক, সাগুয়েনে ও মন্ট্রিয়ল ও ব্রিটিশ কলাম্বিয়ার সান পিকস।

২০২৪ সালে দেশের বাইরে যেসব গন্তব্যের প্রতি বেশি আগ্রহী তার মধ্যে রয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়রেস, সুইডেনের স্টকহোম, গ্রিসের মাইকোনস, ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেন, জাপানের টোকিও, ইটালির রোম, গুয়াডেলোপের সেইন্ট-ফ্রাঁসোয়া, থাইল্যান্ডের পাতায়া সিটি, যুক্তরাষ্ট্রের টেক্সাসের গালভেস্টন এবং ফ্লোরিডার পোর্ট সেন্ট লুইস।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.