রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
10.1 C
Toronto

Latest Posts

টোরিদের সমালোচনায় ট্রুডো

- Advertisement -
ইউক্রেনের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত একটি বিলের বিপক্ষে ভোট দেওয়ায় কনজার্ভেটিভদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ইউক্রেনের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত একটি বিলের বিপক্ষে ভোট দেওয়ায় কনজার্ভেটিভদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টোরিদের অভিযুক্ত করে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী বলেন, দলীয় কারণে তারা বিবদমান ইউক্রেনের চাহিদা থেকে নজর সরিয়ে নিচ্ছে।

সেইন্ট জন’স-এ কানাডা-ইইউ সম্মেলনে ট্রুডো বলেন, আমি সত্যিই কানাডায় এটা রাজনৈতিক বিতর্ক না হওয়ায় গর্ব করি। কানাডার সব দল ইউক্রেনের পাশে রয়েছে। এ অবস্থায় ইউক্রেনের জন্য প্রয়োজন এমন কিছুতে কনজার্ভেটিভ পার্টির দেশটির পাশে না থাকার সিদ্ধান্ত আমাকে বিশেষভাবে হতাশ করেছে।

- Advertisement -

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশে ডানপন্থী রূপকের উত্থান ঘটেছে। যুদ্ধের প্রায় দুই বছরের মাথায় সেখানকার কোনো কোনো রাজনৈতিক নেতা ইউক্রেনে তাদের সহায়তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

কানাডা ও ইউক্রেনের মধ্যকার বিদ্যমান মুক্ত-বাণিজ্য চুক্তির হালনাগাদ বাস্তবায়ন-সংক্রান্ত একটি বিল এ সপ্তাহে হাউস অব কমন্সে উত্থাপন করা হলে কনজার্ভেটিভ এমপিরা এর বিপক্ষে ভোট দেন। তার আগে অবশ্য বিলটি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়।

টোরি নেতা পিয়েরে পয়লিয়েভর বলেন, কার্বন প্রাইসিংকে উৎসাহিত করায় আমরা আইনটি প্রত্যাখ্যান করছি। কানাডার অর্থনীতির জন্য এটা বিপর্যয় ডেকে আনবে। আমরা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছি না।

চুক্তিটির ভিত্তি পূর্ববর্তী কনজার্ভেটিভ সরকারের চুৃক্তি। চুক্তিতে বাজারে প্রবেশগম্যতা এবং ইউক্রেনের পুনর্গঠনে সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশগত বাড়তি একটি চ্যাপ্টার নিয়েও হাউস অব কমন্সে বিতর্ক হয়। সেখানে এমন ভাষা যুক্ত করা হয়েছে যেখানে উভয় দেশ কার্বন প্রাইসিংকে উৎসাহিত করতে সম্মত বলে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.