শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8.1 C
Toronto

Latest Posts

গাজায় শান্তির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে ইসরায়েল: ট্রুডো

- Advertisement -
গাজা ভূখন্ডে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফেরানোকে কঠিন করে তুলছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

গাজা ভূখন্ডে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফেরানোকে কঠিন করে তুলছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ফিলিস্তিনি অঞ্চলকে হামাসমুক্ত করাই এই অভিযানের উদ্দেশ্য বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

সানফ্রান্সিস্কোতে শুক্রবার অ্যাপেক সম্মেলনে সাংবাদিকদের ট্রুডো বলেন, গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় কানাডা সত্যিই খুব উদ্বিগ্ন। জীবনহানী দেখাটা হৃদয়বিদারক। একই সঙ্গে এর ফলে একটি সুরক্ষিত, টেকসই ও স্বাধীন ইহুদি রাষ্ট্র এবং একটি সুরক্ষিত, টেকসই ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি অবস্থানের উপায় আরও কঠিন হয়ে পড়ছে। দুটো বিষয় নিয়েই কানাডা উদ্বিগ্ন।

- Advertisement -

জাস্টিন ট্রুডো আবারও ইসরায়েলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। এর আগেও তিনি একই শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, যে জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে তিরস্কারের মুখে পড়তে হয় তাকে।

১৭ নভেম্বর ট্রুডো বলেন, ১৬ নভেম্বর ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজের সঙ্গে আলাপকালে মানবিক বিপর্যয় নিয়ে কানাডার গভীর উদ্বেগের কথা তুলে ধরি।

ট্রুডো বলেন, দুই রাষ্ট্র সমাধান, অবৈধ বসতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমার দীর্ঘদিনের মতভেদ রয়েছে। এটা কানাডার দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি। আমরা জিম্মিদের মুক্তি এবং হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা ও বিচার চাইলেও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পদক্ষেপের দিকে আমাদের যাওয়া প্রয়োজন। এর অর্থ বেসামরিক লোকদের জীবন রক্ষা করা। এর অর্থ গাজায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা, ওষুধ ও পানি পৌঁছে দেওয়া।

সাম্প্রতিক এই সংঘাতের সূত্রপাত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা থেকে। আকস্মিক ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। অনেক বেসামরিক লোক বাড়িতে ও আউটডোর সংগীতানুষ্ঠানে গিয়ে প্রাণ হারান। এ ছাড়া ২০০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের সদস্যরা। এর পরপরই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বিমান হামলা শুরু করে। সেই সঙ্গে গাজায় খাদ্য, জ¦ালানি ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। ভূখ-টিতে ২৩ লাখ ফিলিস্তিনির বসবাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া আরও ২ হাজার ৭০০ ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.