রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

ফল ফিসক্যাল আপডেট উপস্থাপন

- Advertisement -
আবাসনের জন্য আরও বেশি সরকারি জমি বরাদ্দের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে ইঙ্গিত দিয়েছেন ফ্রিল্যান্ড। এ ছাড়া স্বল্প মেয়াদি ভাড়া আবাসনের সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি করছে সেটাও সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি

হেমন্তের অর্থনীতির হালনাগাদ তথ্য (ফিসক্যাল আপডেট) ২১ নভেম্বর উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। কানাডিয়ানদের সমর্থন ধরে রাখতে লিবারেল সরকার হিমশিম খাওয়ায় এতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আবাসন ও ক্রয়ক্ষমতার ওপর। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে কানাডিয়ানরা ক্ষুদ্ধ।

টরন্টোতে এর আগে ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেন, কানাডিয়ানদের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আমাদের নিশ্চিত করতে হবে। তাদের যা দরকার সেগুলো আমাদের জোগান দিতে হবে। তবে এটা করতে হবে আর্থিকভাবে দায়িত্বশীল কর্মকাঠামোর মধ্যে থেকে। সবকিছু করার সামর্থ্য আমাদের নেই।

- Advertisement -

হেমন্তের অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে অর্থমন্ত্রী এতদিন মুখে তালা লাগিয়ে রেখেছিলেন। কিন্তু একটা কথা তিনি একাধিকবার বলেছেন এবং তা হলো আবাসন ও ক্রয়ক্ষমতার সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
এই দুই ইস্যুতে তার সরকারের মনোযোগের কথা আবারও প্রকাশ্যে বলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেপ্টেম্বরের শেষ দিকে অন্টারিওর লন্ডনে লিবারেল ককাসের রিট্রিটের পর এ কথা বলেন তিনি। ওই সময় কনজার্ভেটিভ পার্টির জনসমর্থন বাড়তে দেখা যায়।

এরপর সরকার বাড়ির সরবরাহ বৃদ্ধিতে নতুন পদক্ষেপের ঘোষণা দেয়। ভাড়াভিত্তিক বাড়ি নির্মাণের ওপর থেকে জিএসটি মাশুল প্রত্যাহার, আবাসন প্রকল্পে কম সুদের ঋণ বাড়ানো এবং আবাসনের জন্য ফেডারেল এিয়ল এস্টেটের সংখ্যা বৃদ্ধি এর মধ্যে অন্যতম।

আবাসনের জন্য আরও বেশি সরকারি জমি বরাদ্দের বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে ইঙ্গিত দিয়েছেন ফ্রিল্যান্ড। এ ছাড়া স্বল্প মেয়াদি ভাড়া আবাসনের সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি করছে সেটাও সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আবাসনমন্ত্রী শন ফ্রেজারও এর আগে প্রস্তুত হওয়ামাত্রই আবাসন সংক্রান্ত নতুন নীতির বাস্তবায়ন শুরু করবে। নির্দিষ্ট সময় পর্যন্ত তারা অপেক্ষা করে থাকবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.