শনিবার, মে ১৮, ২০২৪
15.7 C
Toronto

Latest Posts

অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন নির্ভর করছে নতুন অডিটর জেনারেলের নিরীক্ষার ওপর

- Advertisement -
বিতর্কিত অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন এবং অন্টারিও সায়েন্স সেন্টার ওয়াটারফ্রন্টে স্থানান্তরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে অন্টারিওর অডিটর জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে

বিতর্কিত অন্টারিও প্লেসের পুনঃউন্নয়ন এবং অন্টারিও সায়েন্স সেন্টার ওয়াটারফ্রন্টে স্থানান্তরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে অন্টারিওর অডিটর জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। ভারপ্রাপ্ত অডিটর জেনারেল নিক স্টাভরোপোলোসের একজন মুখপাত্র সিটিভি নিউজ টরন্টোকে ৩ নভেম্বর বলেন, অন্টারিও প্লেস এবং অন্টারিও সায়েন্স সেন্টার নিয়ে অডিটর জেনারেলের কার্যালয় নিরীক্ষা পরিচালনা করছে। নিরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান থাকায় এ ব্যাপারে আর কোনো মন্তব্য আমরা করতে পারছি না।

বর্তমানে যেখানে অন্টারিও প্লেস অবস্থিত সেখানে অস্ট্রিয়ান ডেভেলপার থার্মের মাধ্যমে মেগা স্পা নির্মাণের পরিকল্পনা করছে প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার। ২০২১ সালে ঘোষণাটি দেওয়ার পর থেকেই এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

- Advertisement -

বিভিন্ন কমিউনিটি গ্রুপ ও রাজনীতিক বলছেন, স্থানটিতে বেসরকারি স্পা ও বহুতল পার্কিং গ্যারেজ নির্মাণ করা হলে পাবলিক প্লেস সংকুচিত হয়ে আসবে। সেই সঙ্গে এলাকাটির শত শত বৃক্ষ কেটে ফেলতে হবে।

অন্টারিও এনডিপির নেতা মারিট স্টাইলিস অডিটর জেনারেলের অন্টারিও প্লেস পুনঃউন্নয়ন নিরীক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ক্রয়ক্ষমতার সংকট, জরুরি কক্ষ বন্ধ, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে লোকজন বিরক্ত। জীবন সহজ করার চেয়ে এই মুহূর্তে এসব সমস্যার সমাধানই বেশি জরুরি। ফোর্ডের স্পা ভক্ত কনজার্ভেটিভ সরকার বেসরকারি ও বিলাসবহুল স্পাতে ৬৫ কোটি ডলার জনগণের অর্থ উড়াচ্ছে।

এই প্রকল্পের প্রকৃত ব্যয় নিয়ে খুব কমই জানা যাচ্ছে। তবে প্রিমিয়ার ডগ ফোর্ড গত এপ্রিলে বলেছিলেন, এর নির্মাণে করদাতাদের অর্থ খরচ হবে না। ২২ হাজার বর্গমিটার স্পা নির্মাণে থার্মে বিনিয়োগ করবে ৫০ কোটি ডলার।

৯৫ বছরের জন্য থার্মে ওই জমি ইজারা পাবে। অবকাঠামোমন্ত্রী কিঙ্গা সুরমার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সরকারি কাজের মাদসম্পন্ন অংশ হচ্ছে নিরীক্ষা। অন্টারিও প্লেস পুনরায় নির্মাণে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ চালিয়ে যাব।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.