রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

কানাডায় বেকারত্বের হার বেড়ে ৫.৭%

- Advertisement -
স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশে যুক্ত হয়েছে ১৭ হাজার ৫০০ চাকরি। কর্মহীনের হার দশমিক ২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭ শতাংশে

কানাডার শ্রমবাজারে গত এক বছরের মধ্যে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে বেকারত্বের হার বেড়ে ২১ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। দেশের অর্থনীতি যে দুর্বল হচ্ছে এর মধ্য দিয়ে সেটাই প্রতীয়মান হচ্ছে।

স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশে যুক্ত হয়েছে ১৭ হাজার ৫০০ চাকরি। কর্মহীনের হার দশমিক ২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭ শতাংশে। গত ছয় মাসের মধ্যে এটা চতুর্থ মাসিক বৃদ্ধি।

- Advertisement -

স্থায়ী কর্মীদের মজুরি বেড়েছে ৫ শতাংশ। যদিও ৫ দশমিক ২ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করা হয়েছিল। তারপরও এ নিয়ে টানা চতুর্থ মাস ৫ শতাংশ বা এর উপরে বাড়ল মজুরি।
অক্টোবরে মাসিক মোট কর্মঘণ্টা অপরিবর্তিত রয়েছে। তবে এক বছর আগের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

আগামী ৬ ডিসেম্বর ব্যাংক অব কানাডা সুদের হার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে যে দুটি কর্মসংস্থান প্রকাশের কথা আছে এটি তার একটি। অধিকাংশ অর্তনীতিবিদের প্রত্যাশা, ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম সুদের হার ৫ শতাংশে অপরিবর্তিত রাখবেন। এটাই সম্ভবত নীতিনির্ধরাণী সুদের সর্বোচ্চ হার হতে যাচ্ছে।

উচ্চ অভিবাসনের ওপর ভর করে কানাডার জনসংখ্যা বাড়ছে রেকর্ড সংখ্যক। জানুয়ারি থেকে কর্মসংস্থান বাড়ছে প্রতি মাসে গড়ে ২৮ হাজার। অন্যদিকে ১৫ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যা বাড়ছে প্রতি মাসে গড়ে ৮১ হাজার।

কর্মবাজারে অংশগ্রহণের হার ৬৫ দশমিক ৬ শতাংশে স্থির রয়েছে। অক্টোবরে কর্মসংস্থানের হার দশমিক ১ শতাংশ কমে ৬১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে ১৫ বছর ও তার বেশি জনসংখ্যা দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, অক্টোবরে আলবার্টা, সাস্কেচুয়ান, নোভা স্কশিয়া ও নিউ ব্রান্সউইকে কর্মসংস্থান বেড়েছে। অন্যদিকে কুইবেকে কমেছে এবং অন্যান্য প্রদেশে অপরিবর্তিত রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.