রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
11.1 C
Toronto

Latest Posts

কানাডাকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

- Advertisement -
ভলোদোমির জেলেনস্কি

ইউক্রেনকে আরও সামরিক ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় কানাডাকে ধন্যবাদ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইউক্রেনকে আরও সামরিক ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় কানাডাকে ধন্যবাদ দিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্যও কানাডাকে ধন্যবাদ দেন তিনি। তার ভাষায়, এই যুদ্ধের সম্ভাব্য উপসংহার একটাই।

অটোয়ায় কানাডার সংসদে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সর্বত্র ও সব মানুষের জন্য অবশ্যই জীবন ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকতে হবে। বক্তৃতাকালে রাশিয়ার সমালোচনা করার ক্ষেত্রে কমািত রাখেননি তিনি।
জেলেনস্কি বলেন, রাশিয়ার এই আগ্রাসন অবশ্যই আমাদের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হবে। হ্যা। যাতে করে করে রাশিয়া আর কখনোই ইউক্রেনে গণহত্যা না চালাতে পারবে না। কখনোই তা করতে পারবে না। মস্কো অবশ্যই পরাজিত হবে। তারা পরাজিত হবেই।

- Advertisement -

বক্তৃতা দেওয়ার সময় জেলেনস্কির পরনে ছিল পরিচিত সেই জলপাই রংয়ের সামরিক প্যান্ট ও শার্ট। তিনি বলেন, এই যুদ্ধে কানাডা কোন পক্ষ নেবে সে ব্যাপারে তার মনে কোনো সংশয় ছিল না। কারণ, কানাডার কাছে ন্যায়বিচার শুধুই কথার কথা নয়। আপনাদের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘৃণা ও শত্রুতার ব্যাপারে আপনারা কখনো বাজি ধরেন না। আপনাদের অবস্থান সবসময়ই ইতিহাসের উজ্জ্বল অংশে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার পর ১৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো কানাডা সফরে এলেন জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট বৃষ্টি শুরু হওয়ার মাত্র ২০ দিনের মাথায় ভিডিওর মাধ্যমে কানাডার সংসদে বক্তৃতা করেছিলেন তিনি। সে সময়ও কানাডার সমর্থনের জন্য তিনি অটোয়াকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে কানাডার কাছে আরও সহায়তার আর্জি জানিয়েছিলেন।

এবার জেলেনস্কি বলেন, ২০১৪ সালের ক্রাইমিয়া আক্রমণকে রাশিয়া পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দেওয়ার পর গত ১৯ মাসে কানাডা আমাদের জন্য যা করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ দিতে সশরীরে এখানে এসেছি। ইউক্রেনের সহায়তায় কানাডা ৮০০ কোটি ডলারের বেশি অবদান রেখেছে। এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক যান ও আর্টিলারি শেল এবং ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ প্রদান এর মধ্যে অন্যতম। কানাডার অস্ত্র ও যন্ত্রপাতি সহায়তার ফলে আমরা হাজার হাজার ইউক্রেনীয়র জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। রাশিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞা অন্যদেরকেও একই পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেছে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ব্যাপারে কানাডার শতভাগ সমর্থনের কথাও উল্লেখ করেন জেলেনস্কি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.