শনিবার, মে ১৮, ২০২৪
15.7 C
Toronto

Latest Posts

শিক্ষার্থীদের নাম পরিবর্তনে বাবা-মায়ের সম্পৃক্ততা জরুরি

- Advertisement -
শিশুরা স্কুলে ভিন্ন নামে পরিচিত হতে চাইলে বাবা-মাকে সক্রিয়ভাবে তার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে বলে তিনি বিশ্বাস করেন বলে জানিয়েছেন অন্টারিওর শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি

শিশুরা স্কুলে ভিন্ন নামে পরিচিত হতে চাইলে বাবা-মাকে সক্রিয়ভাবে তার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে বলে তিনি বিশ্বাস করেন বলে জানিয়েছেন অন্টারিওর শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি। সেপ্টেম্বরে অন্টারিওর স্কুলগুলোতে শিক্ষার্থী ও বাবা-মায়েরা কী কী পরিবর্তন আশা করতে পারেন সে ব্যাপারে একটি সংবাদ সম্মেলনে ধারণা তুলে ধরার পর এই মন্তব্য করলেন তিনি।

সাস্কেচুয়ান নতুন জেন্ডার ও প্রোনাউন পলিসি গ্রহণের পরিপ্রেক্ষিতেও এই মন্তব্য এলো। শিক্ষার্থীরা যদি স্কুলে তাদের প্রদেয় নাম বা প্রোনাউন পরিবর্তন করতে চায় তাতে বাবা-মায়ের সম্মতির বিধান রেখে আইন প্রণয়ন করেছে নিউ ব্রান্সউইক।

- Advertisement -

লেচি বলেন, সন্তানদের জীবনে কী ঘটছে সে ব্যাপারে বাবা-মায়েদের পুরোপুরি সম্পৃক্ত ও অবগত থাকা দরকার বলে আমি মনে করি। আমি বলতে চাইছি, এখানে স্বাস্থ্যের বিষয়টি রয়েছে এবং বাবা-মায়ের অধিকারের প্রতি আমাদের সম্মান জানানো উচিত। সেই সঙ্গে এটা যে জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত সেটাও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে বাবা-মায়েদের সম্পৃক্ত হতে চাওয়া প্রয়োজন, যাতে করে তারা তাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারেন। গুরুত্বপূর্ণ এই নৈতিকতাকে আমাদের অবশ্যই ঊর্ধ্বে তুলে ধরতে হবে বলে আমি মনে করি।

লেচি বলেন, স্কুল হওয়া উচিত শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। এক্ষেত্রে স্কুল বোর্ড ও শিক্ষকদের সেখানে বাড়ির মতো পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিতে হবে। কারণ, স্কুলে অস্বাভাবিক পরিস্থিতি বা পরিবেশ শিশুদের সম্ভাব্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক কী করতে হবে এবং শিশুরা ক্ষতির শিকার হতে পারে বলে মনে হলে কার কাছে তাদের আসতে হবে সে ব্যাপারে শিক্ষকরাই সবচেয়ে ভালো জানেন।

অ্যাঙ্গাস রিড সম্প্রতি নতুন একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। অনলাইনে ৩ হাজার ১৬ জন প্রাপ্তবয়স্ক কানাডিয়ানের ওপর পরিচালিত সমীক্ষায় অংশ নেওয়া ৪৩ শতাংশ কানাডিয়ানের বিশ^াস স্কুলে শিক্ষার্থীরা অন্য কোনোভাবে পরিচিত হতে চাইলে তাতে বাবা-মায়েদের সম্পৃক্ততা ও সম্মতি থাকা উচিত। সমীক্ষায় অংশ নেওয়া ৪৩ শতাংশের অভিমত, পরিচয় পরিবর্তনের ক্ষেত্রে বাবা-মায়েদের সংশ্লিষ্টা ও সম্মতি থাকতে হবে। বাবা-মা কেবলমাত্র অবগত থাকলেই চলবে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৪ শতাংশ অন্টারিওবাসী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.