রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

বলপূর্বক শ্রমের বিষয়ে ওয়ালমার্ট, হুগো বসের বিরুদ্ধে তদন্তে কানাডা

- Advertisement -
কোম্পানির সরবরাহ শৃঙ্খল এবং পরিচালনায় উইঘর ফোর্সড লেবার নিয়ে ওয়ালমার্ট ও হুগো বসের কানাডিয়ান ইউনিটের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে কানাডিয়ান ওম্বুডসপারসন ফর রেসপন্সিবল এন্টারপ্রাইজ

কোম্পানির সরবরাহ শৃঙ্খল এবং পরিচালনায় উইঘর ফোর্সড লেবার নিয়ে ওয়ালমার্ট ও হুগো বসের কানাডিয়ান ইউনিটের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে কানাডিয়ান ওম্বুডসপারসন ফর রেসপন্সিবল এন্টারপ্রাইজ (কোর)। যদিও উভয় কোম্পানিই তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে।

কোর এক বিবৃতিতে বলেছে, ২০২২ সালের জুনে ২৮টি সিভিল সোসাইটি অর্গনাইজেশনের একটি জোটের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন এরই মধ্যে প্রকাশ করেছে তারা।

- Advertisement -

একই সঙ্গে কোর ফ্যামান কোম্পানি ডিজেলের কানাডিয়ান ইউনিটেও তদন্ত করবে। এটির মালিক প্রতিষ্ঠান ইতালির ওটিবি। এ ছাড়া নাইকি কানাডা, ডাইনাস্টি গোল্ড এবং রাল্ফ লরেনের বিরুদ্ধে তদন্ত এরই মধ্যে শুরু করেছে তারা।

কোরের ন্যায়পাল এক বিবৃতিতে বলেছেন, পক্ষগুলোর সঙ্গে মধ্যস্থতার আর কোনো সুযোগ যেহেতু নেই, তাই এই প্রতিবেদনে উল্লেখিত অভিযোগের তদন্ত আমরা শুরু করতে যাচ্ছি।

ওয়ালমার্ট কানাডা বলেছে, সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রমের বিষয়টি তারা গ্রাহ্য করে না। যাদের নিয়ে অভিযোগ সেই প্রতিষ্ঠানগুলোর একটিও আমাদের ঘোষিত সরবরাহ শৃঙ্খলে সক্রিয় নয়।
হুগো বস বলেছে, কোনো ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে। চীনা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সরবরাহ তারা পায়নি, যা নিয়ে কোর উদ্বেগ প্রকাশ করেছে।

গত মার্চে জাতিসংঘের একটি কমিটি জানায়, মুসলিম সংখ্যালঘুদের ব্যাপারে চীনের ভূমিকা নিয়ে তিনি উদ্বিগ্ন। উইঘুরের মুসলিমদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ আনা হয় সেখানে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চীন।

কোর ২০১৯ সালে বিদেশে কার্যক্রম পরিচালনাকালী কানাডিয়ান পোশাক, খনি এবং তেল-গ্যাস কোম্পানিগুলোর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.